সরিষাবাড়িতে হারানো মোবাইল উদ্ধার করে বুঝিয়ে দিল পুলিশ

- আপডেট টাইম : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১১৩ ১৫০০০.০ বার পাঠক
জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে তার মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত ০৮ টি মোবাইল নিজ নিজ মালিকের নিকট হস্তান্তর করেন।
এসময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান, এসআই শিব্বির আহমেদ, এস আই মাহমুদুল রহমান, এএসআই আতিকুর রহমান আতিক সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং উদ্ধার করা মোবাইল মালিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, সরিষাবাড়ী থানাধীন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ০৮ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িতদের আটকের কাজ করছে পুলিশ।