নাসিরনগরে বজ্রপাতে কিষানির মৃত্যু!

- আপডেট টাইম : ০৫:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৫২ ১৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কিষানির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেল পাঁচটায় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের পার্শ্ববর্তী ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আপন বেগম (৩৫) বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর (হাজী বাড়ির) মাহফুজ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর কিছুক্ষণ পর থেকে এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির মধ্যেই আপন বেগম বাড়ির পাশে ফসলি জমির মাঠ থেকে গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বুড়িশ্বর ইউনিয়ন পারিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো রুহুল আমিন বলেন, শুনেছি মাঠ থেকে গরু আনতে গিয়ে আপন বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতের সময় ঘর থেকে বের না হতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।