মোংলায় দারুল আমীন নূরানী মাদ্রাসার আয়োজনে মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৯:৩৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
মোংলায় ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষা অনুশীলনের মাধ্যমে সৎ,যোগ্য, সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক গঠনের লক্ষে চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী (ফায়ার সার্ভিস সংলগ্ন) দারুল আমীন নূরাণী মাদরাসায় ৩০ শে মার্চ ২০২৪ ইং তারিখ শনিবার সকাল সাড়ে ১০টায় মোংলায় দারুল আমীন নূরানী মাদ্রাসার আয়োজনে মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চালনা বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার উপদেষ্টা,বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেব মাও: আবু বকর, উক্ত মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাও :ইব্রাহিম আমীন, চাঁদপাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: আনোয়ার হোসেন ভূইয়া, চাঁদপাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: জাহাঙ্গীর শিকদার, মাও: আ: আজিজ, মোংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন,আলহাজ্ব ইউনুছ ভূইয়া, মো: আজিজুল জোমাদ্দার ও মো: রবিউল ইসলাম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দারুল আমীন নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সহকারী পরিচালক হাফেজ মাও: ইব্রাহিম হোসেনসহ উক্ত মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকগন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, দারুল আমীন নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ইউসুফ ইকবাল। এ সময় উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ইউসুফ ইকবাল বলেন, আপনার সন্তানকে সুশিক্ষিত ও আদর্শবান গড়ে তুলতে আমরা নূরানী তালিমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশের শিক্ষা ক্রমের অনুস্মরণে পরিচালিত এবং বিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী ধারা নিবিড় তত্ত্বাবধান ও পাঠদান করা হয়। পরে ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরনসহ প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি করা হয়।