বিরামপুর মাক্স না পড়ায় তিন জনকে জরিমানা
- আপডেট টাইম : ০২:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ২৫৬ ৫০০০.০ বার পাঠক
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি।।
করোনা ভাইরাস প্ররিরোধ ও গণ সচেতনতা সৃষ্টি লক্ষে মাক্স পড়া বাধ্যতামুলক থাকলেও অনেকেই মাক্স না পড়েই বাহিরে মার্কেটসহ শহরের বিভিন্ন এলাকায় মাক্স ছাড়া অবাদে চলাচল করায় আজ (১৮ মার্চ) দুই মোটরসাইকেল আরোহী ও এক ফলের দোকানী কে ১হাজার ৩শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার। এসময় বিরামপুর থানা পুলিশ এই অভিযানে সহায়তা করেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন-করোনা ভাইরাসের থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন সদা তৎপর। আপনারা ঘর থেকে মাক্স ছাড়া বের হবেন না এবং বাহিরে হলে অবশ্যই মাক্স পরিধান করে বের হবেন।
তিনি আরও বলেন-করোনা মহামারী প্রতিরোধ ও গণসচেতনা বৃদ্ধির লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রম্যমান আদালত পরিচালনা করার সময় গন সচেতনা বৃদ্ধির লক্ষে হ্যান্ড মাইকিং ব্যবহার করা হয় এবং জনগণের মধ্যে কিছু মাক্স বিতরণ করা হয়।