ইবিতে স্বাধীনতা দিবসে বিনামূল্যে উন্নতমানের খাবার পাচ্ছেন আবাসিক শিক্ষার্থীরা
- আপডেট টাইম : ০৫:০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ১১৮ ৫০০০.০ বার পাঠক
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আবাসিক শিক্ষার্থীরা স্বাধীনতা দিবসে বিনামূল্যে উন্নতমানের খাবার ও ইফতার পেতে যাচ্ছে । বিষয়টি নিশ্চিত করে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান জানান, “বিগত বছরগুলোর মতো এবারও স্বাধীনতা দিবসে হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে উন্নতমানের খাবার ও ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে ।”
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৮টি আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হবে। শিক্ষার্থীরা হল থেকে আবাসিকতার কার্ডের মাধ্যমে বিনামূল্যে টোকেন সংগ্রহ করে খাবার নিতে পারবেন। খাবার হিসেবে দেওয়া হবে খাসির মাংশ, পোলাও, ডিম, মুগের ডাল, খেজুর, ড্রিংক এবং ফলমূলসহ ইফতার । তবে বিশেষ এ খাবারের টোকেন ফি আবাসিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাকলেও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।”
স্বাধীনতা দিবসে সাধারণত দুপুরের খাবার দেওয়ার রেওয়াজ আছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে; এবার রমজানের কারণে গত বছরের ন্যায় সন্ধ্যায় খাবার দেওয়া হবে।
সোমবার (১৮ মার্চ) সাদ্দাম হোসেন হল প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হলের আবাসিক ও অনাবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে হলে ২৬/০৩/২০২৪ তারিখ ছাত্রদের মধ্যে উন্নতমানের খাবার ও ইফতারী পরিবেশন করা হবে। এই উপলক্ষে আবাসিক ছাত্রদের টোকেন বিনা মূল্যে ও অনাবাসিক ছাত্রদের নির্ধারিত টোকেন ফি বাবদ ৫০/= (পঞ্চাশ) টাকা আগামী ১৯/০৩/২০২৪ তারিখ হতে ২৩/০৩/২০২৪ তারিখ বিকাল ৩.০০ টার মধ্যে হল অফিসে পরিচয় পত্র জমা দিয়ে স্বশরীরে উপস্থিত হয়ে খাবার টোকেন সংগ্রহের জন্য বলা হলো। তাছাড়াও ইতিমধ্যে অন্যান্য আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সংগ্রহের জন্য টোকেন সংগ্রহের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ” ২৬ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়, তার বিনিময়ে আজকের এ স্বাধীন বাংলাদেশ। আর স্বাধীনতা দিবসে আবাসিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নতমানের খাবার ও ইফতার বিতরণের চেয়ে বড় বিষয়টি হলো, রোজা রেখে যেসব শিক্ষার্থীরা এখনো হলে একসাথে থাকছে তাদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করা । আমরা প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাবারের আয়োজন করি তবে এ বছর আয়োজনটা থাকছে বিশেষভাবে। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নাম মাত্র মূল নির্ধারণ করা হয়েছে যাতে তারাও স্বাধীনতা দিবস উপলক্ষে উন্নতমানের খাবার ও ইফতার সংগ্রহ করতে পারে। “