চৈত্র মাস এলেও শীতের রেশ কাটছে না
- আপডেট টাইম : ০৮:৩৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ১৩০ ৫০০০.০ বার পাঠক
পৌষ-মাঘের হাড় কাপানো শীত না হলেও কয়েকদিন ধরে রাতে তাপমাত্রা কমে শীত অনুভূত হচ্ছে। কমেছে দিনের তাপমাত্রাও।
তেতুলিয়া আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে বৃষ্টি হচ্ছে এবং আকাশ মেঘলা থাকছে। এজন্য কদিন ধরে শীত অনুভূত হচ্ছে।
সোমবার (২৫ মার্চ) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।মঙ্গলবার ও একই আবহাওয়া।
হিমালয় কন্যা পঞ্চগড়ে কয়েকদিন ধরে বেশ শীত অনুভূত হচ্ছে। চৈত্রে তাপদাহের পরিবর্তে এখানে শীতের দাপট চলছে। সন্ধ্যার পর থেকে মানুষজনকে সোয়েটার-জ্যাকেট পরে বাইরে বের হতে দেখা যাচ্ছে। রাতে ঘুমাতে হচ্ছে লেপ ও কম্বল গায়ে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে তেঁতুলিয়াসহ পঞ্চগড়ে আকাশ মেঘলা থাকছে। গত তিনদিন স্বল্প পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। আকাশে মেঘ থাকার পাশাপাশি শীতল বাতাস প্রবাহিত হওয়ায় কিছুটা শীত অনুভূত হচ্ছে।