মোংলা কোস্টগার্ডের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন
- আপডেট টাইম : ০৮:৪৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ১৩৮ ৫০০০.০ বার পাঠক
মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) দুপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে কোস্ট গার্ড সদর দপ্তরসহ জোনসমূহের সকল মসজিদে বাদ যোহর স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া, কোস্ট গার্ড সমূহে সর্বস্তরের সামরিক, অসামরিক সদস্যদের মাঝে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক’ ভিডিও চিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি কোস্ট গার্ড পরিবার কল্যান সংঘ কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলা কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় বিসিজিএস মনসুর আলী জাহাজের নির্বাহী কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, দিবসটি উপলক্ষ্যে দিগরাজ, মোংলায় বিসিজিএস মনসুর আলী বেলা ১২টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।বিপুলসংখ্যক জনসাধারণ কোস্ট গার্ড জাহাজসমূহ পরিদর্শন করেন।