মোংলা সিমেন্ট ফ্যাক্টরী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনে মিজান – মোশাররফ প্রগতি পরিষদ নির্বাচিত
- আপডেট টাইম : ০৬:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১০৩ ৫০০০.০ বার পাঠক
মোংলা সিমেন্ট ফ্যাক্টরী শ্রমিক কর্মচারী ইউনিয়ন(রেজি: নং- খুলনা -১১৪০) নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোট প্রদাণ করেছেন। এ ইউনিয়নের দুইটি প্যানেলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে। মিজান – মোশাররফ প্রগতি পরিষদ ও মো: ফারুকুল ইসলাম – ইয়াছিন মাহমুদ শ্রমিক – কর্মচারী ঐক্য পরিষদের মধ্যে। মিজান – মোশাররফ প্রগতি পরিষদে সভাপতি হিসেবে মো: মিজানুর রহমান ছাতা পতিক ৮১ ভোট পেয়ে ও মো: মোশাররফ হোসেন মৃধা দোয়াত কলম পতিক ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ দিকে মো: ফারুকুল ইসলাম – ইয়াছিন মাহমুদ শ্রমিক – কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি হিসেবে মো: ফারুকুল ইসলাম হাতি প্রতিক ও মো: ইয়াছিন মাহমুদ গোলাপ ফুল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উক্ত নির্বাচনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: সরোয়ারুল আলম বলেন, ২৫ শে মার্চ সোমবার সন্ধ্যায় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬০টি। এ সময় নির্বাচিত মিজান – মোশাররফ প্রগতি পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তারা বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রার্থী সবাই ভাই ভাই। যেই পরাজিত হয় তার সাথে এক হয়ে এই ইউনিয়নের উন্নয়নে কাজ করব। এছাড়াও চাকুরীর নিরাপত্তা, পে-স্কেল, শূন্যপদ পূরন, অবসর ভাতা, অর্জিত ছুটি, ওভার টাইম, উৎযাপন ভাতা, উৎসব বোনাস, অনকল শ্রমিকদের বেতন বৃদ্ধি, যাতায়াত ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, জাতীয় পেনশন স্কীম, বাৎসরিক চিকিৎসা অনুদান, পারিবারিক চিকিৎসা ভাতা,চিকিৎসা পরিসেবা, ধর্মীয় সুযোগ সুবিধা, পোষ্যদের স্থায়ী করন, দীর্ঘ চাকুরী জীবন, চাকুরী স্থায়ী করন ও প্রশিক্ষণ সহ নানাবিধ উন্নয়নে কাজ করব।
এসময় একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব কাছের মানুষ। সবাইকে তো জয়ী করতে পারবোনা। তবে যেই জয়ী হয় এই ইউনিয়নের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। ইউনিয়নের সকল সদস্যের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।