আদালতে জামিন নামঞ্জুর ২ ইউপি চেয়ারম্যান সহ ফুলবাড়ি বিএনপির ১৩ নেতা কর্মী কারাগারে
- আপডেট টাইম : ০৭:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ২২২ ৫০০০.০ বার পাঠক
১৮ মার্চ সোমবার দুপুরে দিনাজপুর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে দিনাজপুর আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেন।
সাংবাদিকদের নিকট বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
আটক বিএনপি নেতারা হলেন – উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ১নং এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, উপজেলা বিএনপির সদস্য ও শিবনগর ইউপি চেয়াম্যান ছামেদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লা, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, শিবলী সাদিক, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মকলেছুর রহমান নবাব, সদস্য সচিব আনোয়ারুল হক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইসলাম ও শিবনগর ইউনিয়ন যুবদলের সভাপতি কিবরিয়া। তারা সকলে হাইকোর্টের আগাম জামিনে ছিলেন।
জানাযায়,গত ২০২৩ সালের ১ নভেম্বর ফুলবাড়ী থানার এসআই বদিউজ্জামান বাদী হয়ে দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১৯ জন নেতাকর্মির নাম এবং ৭০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতার মামলা করেন। সেই মামলায় ১০ জনকে আটক করা হলেও দুই ইউপি চেয়ারম্যানসহ ১৩ জন নেতা চলতি বছরের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন গ্রহণ করেন।
উচ্চ আদালতের আদেশক্রমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সোমবার বিচারিক আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।