ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
অধ্যাদেশ বাতিল চায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা, ৩ দিনের কলম বিরতি লক্ষ্মীপুর আল মুঈন মাদ্রসা থেকে ছাত্রের মরাদেহ উদ্ধার মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের ২৫তম শাহাদাত বার্ষিকী পালিত রছুল্লাবাদ শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পুশ ইন করা ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না: ডিএনসিসি প্রশাসক টাঙ্গাইলে আওয়ামী লীগের দোসরদের দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, কুশপুত্তলিকা দাহ নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত মূলতবি মেক্সিকোতে নির্বাচনি প্রচারণার সময় মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা

লাভজনক হওয়ায় জামালপুর জেলার ৭টি উপজেলায় গমের চেয়ে ভূট্রার চাষ বেশি হয়

কাজী রফিকুল হাসান জামালপুর।।
  • আপডেট টাইম : ০৫:২০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • / ১০৮ ১৫০০০.০ বার পাঠক

এক সময় জেলার সর্বত্র গম চাষ বেশি হতো। যে সব জমিতে গম চাষ করতো এখন সে জমি গুলোতে ভূট্রার চাষ হচ্ছে। এর কারণ অনুসন্ধান কালে জানাগেছে গমের চেয়ে ভূট্রা চাষে খরচ কম,দাম বেশি পাওয়ায় কৃষকরা ভূট্রা চাষে ঝুকে পড়েছে।

জানা যায়,জামালপুর সদর উপজেলাধীন লক্ষীর চর, রায়ের চর,টেবির চর,তুলশীর চর,চর যথার্থপুর ও কাজ্বিায়ার চর গম চাষ সর্মৃদ্ধ এলাকা ছিলো। ব্যপক পরিমানে গম চাষ হতো। লক্ষির চর এলাকার কৃষক হাসেম(৪৮) সামাদ(৪২) এর সাথে কথা বললে তারা বলেন,আমরা ব্যপক ভাবে গম চাষ করতাম। গমের যে পরিমান ফলন হতো সে ভাবে দাম পাওয়া যায়না। তাছাড়া খরচ বেশি। যার জন্যে গমের পরিবর্তে ভূট্রা চাষ করছি। তারা আরো বলেন, ১বিঘা জমিতে গম চাষে খরচ হয় ১০ থেকে ১২হাজার টাকা। গম বিক্রি করে সর্বোচ্চ দাম পাওয়া যায় ২০ থেকে ২২হাজার টাকা। অন্যদিকে ভূট্রা চাষ করে দাম পাওয়া যায় ৩০ থেকে ৩২হাজার টাকা। যা অনেক লাভজনক।
এ দিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় গম চাষ অনেকাংশে কমে গেছে। কিছু কিছু এলাকায় গম চাষ এখনও হচ্ছে তা সামান্য আকারে। এ ব্যপারে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,গম চাষের জন্য উদ্বুদ্ধকরন নীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু দামের চেয়ে গম অপেক্ষা ভূট্রা লাভজনক। যার জন্যে কৃষকরা ভূট্রা চাষ বেশি করছে। ডাংধরা এলাকার ভূট্রা চাষী জানান, গমের চেয়ে ভূট্রার ফলন সবচেয়ে বিশি। দামও অনেক বেশি। যারজন্যে আমরা ভূট্রা চাষ করছি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

লাভজনক হওয়ায় জামালপুর জেলার ৭টি উপজেলায় গমের চেয়ে ভূট্রার চাষ বেশি হয়

আপডেট টাইম : ০৫:২০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

এক সময় জেলার সর্বত্র গম চাষ বেশি হতো। যে সব জমিতে গম চাষ করতো এখন সে জমি গুলোতে ভূট্রার চাষ হচ্ছে। এর কারণ অনুসন্ধান কালে জানাগেছে গমের চেয়ে ভূট্রা চাষে খরচ কম,দাম বেশি পাওয়ায় কৃষকরা ভূট্রা চাষে ঝুকে পড়েছে।

জানা যায়,জামালপুর সদর উপজেলাধীন লক্ষীর চর, রায়ের চর,টেবির চর,তুলশীর চর,চর যথার্থপুর ও কাজ্বিায়ার চর গম চাষ সর্মৃদ্ধ এলাকা ছিলো। ব্যপক পরিমানে গম চাষ হতো। লক্ষির চর এলাকার কৃষক হাসেম(৪৮) সামাদ(৪২) এর সাথে কথা বললে তারা বলেন,আমরা ব্যপক ভাবে গম চাষ করতাম। গমের যে পরিমান ফলন হতো সে ভাবে দাম পাওয়া যায়না। তাছাড়া খরচ বেশি। যার জন্যে গমের পরিবর্তে ভূট্রা চাষ করছি। তারা আরো বলেন, ১বিঘা জমিতে গম চাষে খরচ হয় ১০ থেকে ১২হাজার টাকা। গম বিক্রি করে সর্বোচ্চ দাম পাওয়া যায় ২০ থেকে ২২হাজার টাকা। অন্যদিকে ভূট্রা চাষ করে দাম পাওয়া যায় ৩০ থেকে ৩২হাজার টাকা। যা অনেক লাভজনক।
এ দিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় গম চাষ অনেকাংশে কমে গেছে। কিছু কিছু এলাকায় গম চাষ এখনও হচ্ছে তা সামান্য আকারে। এ ব্যপারে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,গম চাষের জন্য উদ্বুদ্ধকরন নীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু দামের চেয়ে গম অপেক্ষা ভূট্রা লাভজনক। যার জন্যে কৃষকরা ভূট্রা চাষ বেশি করছে। ডাংধরা এলাকার ভূট্রা চাষী জানান, গমের চেয়ে ভূট্রার ফলন সবচেয়ে বিশি। দামও অনেক বেশি। যারজন্যে আমরা ভূট্রা চাষ করছি।