ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকা সহ ৬জন আসামী গ্রেপ্তার শান্তি নিবিড় সেবা ফাউন্ডেশন ও শান্তি নিবিড় পাঠাগার এর পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হলো পাথরঘাটায় শূন্য থেকে কোটিপতি ফ্রিল্যান্সার বেলাল হোসেন, করছেন বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সড়কে ঝরলো যুবকের প্রান ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গত শুক্রবার (২৬ এপ্রিল) আনোয়ারা বৈরাগ ইউনিয়নে ডেভ কেয়ার ফাউন্ডেশন আয়োজিত বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রামে ১১৫ তম জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শরীফ।। বলি খেলা এক ধরনের কুস্তি খেলা যে খেলায় অনেক কুস্তি অংশগ্রহণ করেন জামালপুরে অর্থনৈতিক অঞ্চল সম্ভাবনার নতুন দুয়ার ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া আখানগর ইসতিসকার নামাজে বৃষ্টির জন্য চোখের পানি ফেলে দোয়া

লাভজনক হওয়ায় জামালপুর জেলার ৭টি উপজেলায় গমের চেয়ে ভূট্রার চাষ বেশি হয়

এক সময় জেলার সর্বত্র গম চাষ বেশি হতো। যে সব জমিতে গম চাষ করতো এখন সে জমি গুলোতে ভূট্রার চাষ হচ্ছে। এর কারণ অনুসন্ধান কালে জানাগেছে গমের চেয়ে ভূট্রা চাষে খরচ কম,দাম বেশি পাওয়ায় কৃষকরা ভূট্রা চাষে ঝুকে পড়েছে।

জানা যায়,জামালপুর সদর উপজেলাধীন লক্ষীর চর, রায়ের চর,টেবির চর,তুলশীর চর,চর যথার্থপুর ও কাজ্বিায়ার চর গম চাষ সর্মৃদ্ধ এলাকা ছিলো। ব্যপক পরিমানে গম চাষ হতো। লক্ষির চর এলাকার কৃষক হাসেম(৪৮) সামাদ(৪২) এর সাথে কথা বললে তারা বলেন,আমরা ব্যপক ভাবে গম চাষ করতাম। গমের যে পরিমান ফলন হতো সে ভাবে দাম পাওয়া যায়না। তাছাড়া খরচ বেশি। যার জন্যে গমের পরিবর্তে ভূট্রা চাষ করছি। তারা আরো বলেন, ১বিঘা জমিতে গম চাষে খরচ হয় ১০ থেকে ১২হাজার টাকা। গম বিক্রি করে সর্বোচ্চ দাম পাওয়া যায় ২০ থেকে ২২হাজার টাকা। অন্যদিকে ভূট্রা চাষ করে দাম পাওয়া যায় ৩০ থেকে ৩২হাজার টাকা। যা অনেক লাভজনক।
এ দিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় গম চাষ অনেকাংশে কমে গেছে। কিছু কিছু এলাকায় গম চাষ এখনও হচ্ছে তা সামান্য আকারে। এ ব্যপারে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,গম চাষের জন্য উদ্বুদ্ধকরন নীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু দামের চেয়ে গম অপেক্ষা ভূট্রা লাভজনক। যার জন্যে কৃষকরা ভূট্রা চাষ বেশি করছে। ডাংধরা এলাকার ভূট্রা চাষী জানান, গমের চেয়ে ভূট্রার ফলন সবচেয়ে বিশি। দামও অনেক বেশি। যারজন্যে আমরা ভূট্রা চাষ করছি।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকা সহ ৬জন আসামী গ্রেপ্তার

লাভজনক হওয়ায় জামালপুর জেলার ৭টি উপজেলায় গমের চেয়ে ভূট্রার চাষ বেশি হয়

আপডেট টাইম : ০৫:২০:৪৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৬ মার্চ ২০২৪

এক সময় জেলার সর্বত্র গম চাষ বেশি হতো। যে সব জমিতে গম চাষ করতো এখন সে জমি গুলোতে ভূট্রার চাষ হচ্ছে। এর কারণ অনুসন্ধান কালে জানাগেছে গমের চেয়ে ভূট্রা চাষে খরচ কম,দাম বেশি পাওয়ায় কৃষকরা ভূট্রা চাষে ঝুকে পড়েছে।

জানা যায়,জামালপুর সদর উপজেলাধীন লক্ষীর চর, রায়ের চর,টেবির চর,তুলশীর চর,চর যথার্থপুর ও কাজ্বিায়ার চর গম চাষ সর্মৃদ্ধ এলাকা ছিলো। ব্যপক পরিমানে গম চাষ হতো। লক্ষির চর এলাকার কৃষক হাসেম(৪৮) সামাদ(৪২) এর সাথে কথা বললে তারা বলেন,আমরা ব্যপক ভাবে গম চাষ করতাম। গমের যে পরিমান ফলন হতো সে ভাবে দাম পাওয়া যায়না। তাছাড়া খরচ বেশি। যার জন্যে গমের পরিবর্তে ভূট্রা চাষ করছি। তারা আরো বলেন, ১বিঘা জমিতে গম চাষে খরচ হয় ১০ থেকে ১২হাজার টাকা। গম বিক্রি করে সর্বোচ্চ দাম পাওয়া যায় ২০ থেকে ২২হাজার টাকা। অন্যদিকে ভূট্রা চাষ করে দাম পাওয়া যায় ৩০ থেকে ৩২হাজার টাকা। যা অনেক লাভজনক।
এ দিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় গম চাষ অনেকাংশে কমে গেছে। কিছু কিছু এলাকায় গম চাষ এখনও হচ্ছে তা সামান্য আকারে। এ ব্যপারে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,গম চাষের জন্য উদ্বুদ্ধকরন নীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু দামের চেয়ে গম অপেক্ষা ভূট্রা লাভজনক। যার জন্যে কৃষকরা ভূট্রা চাষ বেশি করছে। ডাংধরা এলাকার ভূট্রা চাষী জানান, গমের চেয়ে ভূট্রার ফলন সবচেয়ে বিশি। দামও অনেক বেশি। যারজন্যে আমরা ভূট্রা চাষ করছি।