মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জনের মৃত্যু
- আপডেট টাইম : ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১১৮ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মান্নান নামে এক মোটরসাইলের চালক শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীর মার্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বোন ইতি আক্তার। তারা পার্শবর্তী নিয়ামতপুর উপজেলার ছাতড়া জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ছাতড়া-মহাদেবপুর সড়কের মহাদেবপুর উপজেলার ডিমজাউন নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
আহত ইতি আক্তার জানান, তারা দুই ভাইবোন একটি মোটরসাইকেলযোগে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার ভাই আব্দুল মান্ননের মর্মান্তিক মৃত্যু ঘটে। স্থানীয়রা ইতি আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ইতি জানান, তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ভাই আব্দুল মান্নান যশোরের বেনাপোলে ব্র্যাক ব্যাংকে চাকরি করেন। তারা দুজনেই নিজ এলাকায় চাকরি পাবার আশায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন। নওগাঁ বিশ^বিদ্যালয় কলেজে তাদের পরীক্ষার স্থান ছিল।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।