আশুলিয়া সহ দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন- যুবলীগ নেতা মোঃ বাদল শেখ
- আপডেট টাইম : ০৭:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ৭৮ ৫০০০.০ বার পাঠক
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আশুলিয়া থানা যুবলীগের অন্যতম সদস্য মোঃ বাদল শেখ ।
তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছর ও আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র মাহে রমজান, মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে আমাদের জন্য রহমত, মাগফেরাত ও নাজাতের মাস এই, মাহে রমজান।
রমজান মাস সংযমের মাস,এই মাসে মহান আল্লাহ তায়ালা বিশ্বের সকল মুসলমানকে একসাথে সংযমের মাধ্যমে এবাদত করার সুযোগ করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের আশায় সারাদিন সব ক্ষেত্রে সংযমী থাকেন। তিনি আরও বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেন না মানুষের গুণাহ গুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। অবশ্য রোজা আমাদের কে পাপ থেকে বিরত রাখে, ইমান ও তাকওয়া অর্জন করতে সহায়তা করে। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।
তিনি আরো বলেন,হিংসা-প্রতিহিংসা, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসা সহ সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা প্রদান করেন প্রবিত্র মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পবিত্র মানুষ হিসেবে তৈরি করে তুলতে হবে। মানবাধিকার, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষায় মুসলমানদের সচেষ্ট থাকতে হবে। রমজান মাস সমবেদনা ও সহযোগিতা প্রদর্শনের মাস এবং এটি সবর ও ধৈর্যের মাস। মাহে রমজানের ফজিলত ও মর্যাদা অনন্য ও অতুলনীয়। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে এ প্রার্থনা জানান।
এসময় তিনি মাহে রমজান উপলক্ষে সকল মানুষের নিকট দোয়া চান।