জামালপুরে ব্যবসা বানিজ্যে সুবিধা এখন সময়ের ব্যাপার

- আপডেট টাইম : ০৭:৫২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ১৩৬ ৫০০০.০ বার পাঠক
জামালপুর জেলা দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে সরকার অর্থনৈতিক জোন, বিসিক শিল্প নগরী আধুনিকায়ন, কৃষিপন্য সংরক্ষনের জন্য হিমাগার স্থাপন সহ নানা ধরনের কর্মসূচী হাতে নিয়েছে। বিশেষ করে অর্থনৈতিক জোনে শিল্প কারখানা স্থাপিত হলে প্রায় লক্ষাধিক বেকারের কর্মসংস্থান হবে। ফলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।
জানা যায়, এক সময় জামালপুর জেলা খুবই অবহেলিত ছিল। বর্তমান আওয়ামীলীগ সরকার রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর থেকে জেলার সার্বিক চিত্র পাল্টে গেছে। বিসিক শিল্পনগরীতে হাতে গোনা কয়েকটি ওয়েল্ডিং কারখানা ছিল। এখন বিসিক শিল্প নগরীতে ছোট বড় কলকারখানা স্থাপিত হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক জোনে গার্মেন্টস শিল্প ঔষুধ কারখানা স্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশী বিদেশী উদ্যোক্তাদের আগ্রহ রয়েছে বলে জানা গেছে। সরকারে এ কর্মসূচী বাস্তবায়ন হলে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার লক্ষাধিক বেকারের কর্মসংস্থান হবে। ফলে বেকার সমস্যা দুর হবে। পাশাপাশি রাষ্ট্রীয় অর্থনীতি চাঙ্গা হবে।