করিমগঞ্জ উপজেলা ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৬:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ২১২ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলায় উরদিঘী(মরিচখালী)বাজারে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সঞ্জিল মার্কেটের সামনে বিকাল ৫.৩০ ঘটিকায় রোজ বৃহস্পতিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম নুরুন্নবী বাদল, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের আহব্বায়ক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ , প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা ডা : মাহাবুব ইকবাল কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশেষ অতিথি ছিলেন যারা মোহাম্মদ মিজানুর রহমান সদস্য করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটি, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম হুমায়ুন,সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আতাউর রহমান আকন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তারা বক্তৃতা দেন ঐতিহাসিক ৭ই মার্চের উপলক্ষে আলোচনা সভা ও আগামী করিমগঞ্জ উপজেলা নির্বাচনকে ঘিরে প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রতিটি স্তরের উৎসক জনতা কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আসকর খোকন,কিরাটন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম,সাধারণ সম্পাদক মো :আলমগীর হোসেন,নোয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বাবুল,দেহুন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন,নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান আ:হেলিম,সাধারণ সম্পাদক ফারুক মিয়া,গুজাদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদ,গুনধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল,বারঘড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন,জয়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী,গুনধর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম খান,গুনধর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুর রউফ। আলোচনা সভায় করিমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ কে উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বক্তারা বক্তৃতা রাখেন ও সমর্থন করেন। এসময় সুতারপাড়া ইউপির চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া,করিমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান চাঁন মিয়া,করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক কমিটি সদস্য আব্দুল হান্নান বাবুল,গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আলতাব হোসেন সরকার, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন খান,বারঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন মিয়াসহ গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।আলোচনা সভা সঞ্চালনা করেন কিরাটন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইবাদুর রহমান শামীম।