ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
মঠবাড়ীয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরাম মঠবাড়ীয়া উপজেলা কতৃক জাতীয় প্রেস ক্লাবে বে সরকারি শিক্ষা জাতীয় করন,শতভাগ উৎসব ভাতা, সরকার নিয়মে বাড়ি ভাড়া পাওয়ার দাবিতে আন্দোলন রত শিক্ষক কর্মচারীদের উপর হামলার প্রতিবাদ,তীব্র নিন্দা ও হামলা কারীদের দৃষ্টাত মুলক শাস্তির দাবি পবিত্র রমজান উপলক্ষে ডিবির অলআউট অ্যাকশন শুরু: রেজাউল করিম ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবো না, তারই আমার কাছে ক্ষমা চাওয়া উচিৎ সীমান্তে ফের গুলিতে বাংলাদেশি নিহত, লাশ নিয়ে গেল বিএসএফ রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না: নাহিদ রমজানের পবিত্রতা রক্ষায় সরকারকে আপসহীন হতে হবে মোংলায় রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় প্রবাসীদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত অবিলম্বে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে – মাওলানা রফিকুল ইসলাম খান

জামালপুরে ছাগল পালনে যুব সমাজের ভাগ্য বদল

কাজী রফিকুল হাসান জামালপুর ঃ
  • আপডেট টাইম : ১২:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ২৬৫ ৫০০০.০ বার পাঠক

আত্মনির্ভর শীল হয়ে পড়েছে জামালপুর জেলার বিভিন্ন এলাকার যুবক ও গৃহিনীর। তারা গড়ে তুলেছে ছাগলের খামার। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ছাগল পালনে প্রশিক্ষন নিয়ে যুব সমাজ ছাগল পালন শুরু করেছে। ফলে ছাগল পালনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করেছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার লক্ষীরচর , ইটাইল, শ্রীপুর, বাশঁচড়া ও সাহাবাজপুর এলাকাার যুবকরা ছাগল পালনে ঝুকে পড়েছে। সরেজমিনে এ এলাকার যুবক শ্রেণীর সাথে কথা বললে তারা জানান, এলাকার ২ থেকে ৩শ যুবক যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন ও স্বল্প সুুদে ঋন সুবিধা নিয়ে ছাগেেলর খামার তৈরি করেছে। এমন কি বিভিন্ন বাড়ীতে গৃহিনীরা ছাগল পালনে উৎসাহিত হচ্ছে। খামারী কাসেম (৪০) সাত্তার (৪৮) এ প্রতিবেদক কে জানান, বর্তমানে খামারে শতাধিক ছাগল রয়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ লিটার দুধ উৎপাদন হচ্ছে। প্রতি মাসে আয় হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তারা আরো বলেন, আমরা সমবায় সমিতি গঠন করে অন্যান্য এলাকার যুবকদের ছাগল পালনে উৎসাহিত করছি।
ছাগল পালন মেলান্দহ, মাদারগঞ্জ, ্ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বৃৃদ্ধি পেয়েছে। যুব উন্œয়ন অধিদপ্ততর এ উপজেলা গুলোতে সরকারি বিশেষ কর্মসূচী বস্তবায়ন করেছে। ময়াডাঙ্গা , টগারচর, বালিজুুড়ি, মেষ্টাুাকায় ২০ থেকে ৫০ টি ছাগলের খামার রয়েছে। প্রতিটি খামারে ৮০ থেকে ১০০ টির মতো ছাগল রয়েছে। ময়াডাঙ্গা এলাকার সাইফুল (৪০) একজন সফল খামারী। তার খামারে বিভিন্ন জাতের শতাধিক ছাগল রয়েছে। স্ইাফুল এ প্রতিবেদক কে বলেন, যুব উন্নয়ন ছাগল পালনে উৎসাহিত ও ঋন সুুবিধা দিয়েছে। যার জন্যে অনেকে ছাগলের খামার করে স্¦াবলম্বিতা অর্জন করেছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জামালপুরে ছাগল পালনে যুব সমাজের ভাগ্য বদল

আপডেট টাইম : ১২:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

আত্মনির্ভর শীল হয়ে পড়েছে জামালপুর জেলার বিভিন্ন এলাকার যুবক ও গৃহিনীর। তারা গড়ে তুলেছে ছাগলের খামার। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ছাগল পালনে প্রশিক্ষন নিয়ে যুব সমাজ ছাগল পালন শুরু করেছে। ফলে ছাগল পালনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করেছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার লক্ষীরচর , ইটাইল, শ্রীপুর, বাশঁচড়া ও সাহাবাজপুর এলাকাার যুবকরা ছাগল পালনে ঝুকে পড়েছে। সরেজমিনে এ এলাকার যুবক শ্রেণীর সাথে কথা বললে তারা জানান, এলাকার ২ থেকে ৩শ যুবক যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন ও স্বল্প সুুদে ঋন সুবিধা নিয়ে ছাগেেলর খামার তৈরি করেছে। এমন কি বিভিন্ন বাড়ীতে গৃহিনীরা ছাগল পালনে উৎসাহিত হচ্ছে। খামারী কাসেম (৪০) সাত্তার (৪৮) এ প্রতিবেদক কে জানান, বর্তমানে খামারে শতাধিক ছাগল রয়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ লিটার দুধ উৎপাদন হচ্ছে। প্রতি মাসে আয় হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তারা আরো বলেন, আমরা সমবায় সমিতি গঠন করে অন্যান্য এলাকার যুবকদের ছাগল পালনে উৎসাহিত করছি।
ছাগল পালন মেলান্দহ, মাদারগঞ্জ, ্ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বৃৃদ্ধি পেয়েছে। যুব উন্œয়ন অধিদপ্ততর এ উপজেলা গুলোতে সরকারি বিশেষ কর্মসূচী বস্তবায়ন করেছে। ময়াডাঙ্গা , টগারচর, বালিজুুড়ি, মেষ্টাুাকায় ২০ থেকে ৫০ টি ছাগলের খামার রয়েছে। প্রতিটি খামারে ৮০ থেকে ১০০ টির মতো ছাগল রয়েছে। ময়াডাঙ্গা এলাকার সাইফুল (৪০) একজন সফল খামারী। তার খামারে বিভিন্ন জাতের শতাধিক ছাগল রয়েছে। স্ইাফুল এ প্রতিবেদক কে বলেন, যুব উন্নয়ন ছাগল পালনে উৎসাহিত ও ঋন সুুবিধা দিয়েছে। যার জন্যে অনেকে ছাগলের খামার করে স্¦াবলম্বিতা অর্জন করেছে।