ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া ছেলের কবরের বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা বিশ্ব মুক্ত সাংবাদিক দিবস জামালপুরে আমের ফলন কমার আশংকা আজমিরীগঞ্জে জনৈক এক নারীকে ইভটিজিং, মোবাইল কোর্টের জেল ও জরিমানা ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন: মুরাদ কবির সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত কুরআনে যাদেরকে আল্লাহর ওলি বলা হয়েছে। দুধরচকী। পাকুন্দিয়া উপজেলার পাটুয়াবাঙ্গা দর্গাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: মকবুল হোসেনের পথসভা ও গণসংযোগ জামালপুরে হাত পাখা শিল্পের প্রসার

জামালপুরে ছাগল পালনে যুব সমাজের ভাগ্য বদল

আত্মনির্ভর শীল হয়ে পড়েছে জামালপুর জেলার বিভিন্ন এলাকার যুবক ও গৃহিনীর। তারা গড়ে তুলেছে ছাগলের খামার। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ছাগল পালনে প্রশিক্ষন নিয়ে যুব সমাজ ছাগল পালন শুরু করেছে। ফলে ছাগল পালনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করেছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার লক্ষীরচর , ইটাইল, শ্রীপুর, বাশঁচড়া ও সাহাবাজপুর এলাকাার যুবকরা ছাগল পালনে ঝুকে পড়েছে। সরেজমিনে এ এলাকার যুবক শ্রেণীর সাথে কথা বললে তারা জানান, এলাকার ২ থেকে ৩শ যুবক যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন ও স্বল্প সুুদে ঋন সুবিধা নিয়ে ছাগেেলর খামার তৈরি করেছে। এমন কি বিভিন্ন বাড়ীতে গৃহিনীরা ছাগল পালনে উৎসাহিত হচ্ছে। খামারী কাসেম (৪০) সাত্তার (৪৮) এ প্রতিবেদক কে জানান, বর্তমানে খামারে শতাধিক ছাগল রয়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ লিটার দুধ উৎপাদন হচ্ছে। প্রতি মাসে আয় হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তারা আরো বলেন, আমরা সমবায় সমিতি গঠন করে অন্যান্য এলাকার যুবকদের ছাগল পালনে উৎসাহিত করছি।
ছাগল পালন মেলান্দহ, মাদারগঞ্জ, ্ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বৃৃদ্ধি পেয়েছে। যুব উন্œয়ন অধিদপ্ততর এ উপজেলা গুলোতে সরকারি বিশেষ কর্মসূচী বস্তবায়ন করেছে। ময়াডাঙ্গা , টগারচর, বালিজুুড়ি, মেষ্টাুাকায় ২০ থেকে ৫০ টি ছাগলের খামার রয়েছে। প্রতিটি খামারে ৮০ থেকে ১০০ টির মতো ছাগল রয়েছে। ময়াডাঙ্গা এলাকার সাইফুল (৪০) একজন সফল খামারী। তার খামারে বিভিন্ন জাতের শতাধিক ছাগল রয়েছে। স্ইাফুল এ প্রতিবেদক কে বলেন, যুব উন্নয়ন ছাগল পালনে উৎসাহিত ও ঋন সুুবিধা দিয়েছে। যার জন্যে অনেকে ছাগলের খামার করে স্¦াবলম্বিতা অর্জন করেছে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়া ছেলের কবরের বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা

জামালপুরে ছাগল পালনে যুব সমাজের ভাগ্য বদল

আপডেট টাইম : ১২:০৬:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

আত্মনির্ভর শীল হয়ে পড়েছে জামালপুর জেলার বিভিন্ন এলাকার যুবক ও গৃহিনীর। তারা গড়ে তুলেছে ছাগলের খামার। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ছাগল পালনে প্রশিক্ষন নিয়ে যুব সমাজ ছাগল পালন শুরু করেছে। ফলে ছাগল পালনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করেছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার লক্ষীরচর , ইটাইল, শ্রীপুর, বাশঁচড়া ও সাহাবাজপুর এলাকাার যুবকরা ছাগল পালনে ঝুকে পড়েছে। সরেজমিনে এ এলাকার যুবক শ্রেণীর সাথে কথা বললে তারা জানান, এলাকার ২ থেকে ৩শ যুবক যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন ও স্বল্প সুুদে ঋন সুবিধা নিয়ে ছাগেেলর খামার তৈরি করেছে। এমন কি বিভিন্ন বাড়ীতে গৃহিনীরা ছাগল পালনে উৎসাহিত হচ্ছে। খামারী কাসেম (৪০) সাত্তার (৪৮) এ প্রতিবেদক কে জানান, বর্তমানে খামারে শতাধিক ছাগল রয়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ লিটার দুধ উৎপাদন হচ্ছে। প্রতি মাসে আয় হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তারা আরো বলেন, আমরা সমবায় সমিতি গঠন করে অন্যান্য এলাকার যুবকদের ছাগল পালনে উৎসাহিত করছি।
ছাগল পালন মেলান্দহ, মাদারগঞ্জ, ্ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বৃৃদ্ধি পেয়েছে। যুব উন্œয়ন অধিদপ্ততর এ উপজেলা গুলোতে সরকারি বিশেষ কর্মসূচী বস্তবায়ন করেছে। ময়াডাঙ্গা , টগারচর, বালিজুুড়ি, মেষ্টাুাকায় ২০ থেকে ৫০ টি ছাগলের খামার রয়েছে। প্রতিটি খামারে ৮০ থেকে ১০০ টির মতো ছাগল রয়েছে। ময়াডাঙ্গা এলাকার সাইফুল (৪০) একজন সফল খামারী। তার খামারে বিভিন্ন জাতের শতাধিক ছাগল রয়েছে। স্ইাফুল এ প্রতিবেদক কে বলেন, যুব উন্নয়ন ছাগল পালনে উৎসাহিত ও ঋন সুুবিধা দিয়েছে। যার জন্যে অনেকে ছাগলের খামার করে স্¦াবলম্বিতা অর্জন করেছে।