আজমিরীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
- আপডেট টাইম : ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ১২০ ৫০০০.০ বার পাঠক
সঠিক তথ্যে ভোটার হবো” স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব” এই স্লোগানকে সামনে রেখে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
(০২ মার্চ) রোজ শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ নির্বাচন অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আয়োজনে র্র্যালি আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা নির্বাচন অফিসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ গোলাম ফারুক সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ গন। দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্ৰহন, ভোটার সংশোধনী ও হস্তান্তর আবেদন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয় নির্বাচন অফিস।