কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদককে ইবি ছাত্রলীগের ফুলের শুভেচ্ছা
- আপডেট টাইম : ০৩:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৯ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান যশোরে ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আসলে তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ অভয়নগর উপজেলা শাখার সম্মেলনে আসেন । এ সময় সেখানে তার আগমন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। তখন উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি, সহ-সভাপতি টনি সাহা, বিপুল খান সহ আরো নেতাকর্মীবৃন্দ।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের যশোরে আগমন উপলক্ষে আমরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলাম এবং শাখা ছাত্রলীগের সার্বিক অবস্থা নিয়ে তার সাথে আলোচনা হয়।