হোসেনপুরে জুয়া খেলার সরঞ্জামাদি সহ ৫ জন আটক
- আপডেট টাইম : ০৫:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮০ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের হোসেনপুরে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর এলাকার আনিস মিয়ার নির্মাণাধীন ঘর থেকে তাদের আটক করা হয়েছে ।
আটক কৃত জুয়াড়িরা হলো, মধ্য গোবিন্দপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. দ্বীন ইসলাম (৩২), মো. ফজলুল হকের ছেলে মো. আনিছ মিয়া (৪৫), মো. আবু বক্করের ছেলে মো. আকরাম হোসেন(২৭), মো. বদরুল হকের ছেলে মো. রাজিব (২৮) এবং মো. আব্দুর রহিমের ছেলে মো. মাজাহারুল (৩৫)।
হোসেনপুর থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার, এসআই বিজয় হোসেন, এসআই মো. মজিবুর রহমান, এসআই শরিফুল ইসলাম, এসআই মোহাম্মদ আলী জিন্নাহ ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।