কিশোরগঞ্জে দৈনিক নাগরিক ভাবনার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট টাইম : ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪৩ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টায় জেলা শহরের সিদ্দেশ্বরী মোড়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে ও দৈনিক সময়ের কণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ আলমগীরের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড.মোহাম্মদ আলী, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসাইন রনী, দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার, ওয়েপ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপন, শিক্ষক ও কলাম লেখক মোঃ আল আমিন, সাংবাদিক উবায়দুল হক সোহেল, দৈনন্দিন চিত্রের স্টাফ রিপোর্টার আবু রায়হান প্রমুখ।
অনুষ্ঠান আয়োজন করেন দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি আলাউদ্দীন শুভ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক “নাগরিক ভাবনা” পত্রিকা দেশে নিরপেক্ষ প্রতিবেদনের মাধ্যমে সচেতন মহলের কাছে গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সত্য উপস্থাপনা ও জাতি গঠনে দৈনিক “নাগরিক ভাবনা” অগ্রনী ভূমিকা পালন করে। বিগত দিনগুলোর মতো দৈনিক “নাগরিক ভাবনা” দেশ ও জাতির কল্যাণে আগামীতে আর ও ভালো কাজ করবে বলে আমাদের প্রত্যাশা।