কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- আপডেট টাইম : ০১:৪১:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
- / ৮৫ ৫০০০.০ বার পাঠক
যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডা:সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,জেলা আওয়ামী লীগ, বিএনপি,জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ,কিশোরগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনতা।
সবশেষে শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান।
দিনের কর্মসূচির মধ্যে রযেছে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-প্রার্থনা, প্রভাত ফেরি, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষার গানের প্রতিযোগিতা, আলোচনা সভা, সম্মননা প্রদান, আমার মাতৃভাষা শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ নানা আয়োজন।
১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগ করেন ভাষাশহীদরা। দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ ছাড়া ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে দিনটি।