মোংলায় যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট টাইম : ০৭:০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯১ ৫০০০.০ বার পাঠক
নানা আয়োজনে মোংলায় উদযাপিত হয়েছে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে মঙ্গলবার(২০ শে ফেব্রুয়ারি) মোংলা প্রেস ক্লাবে কেক কেটে দৈনিক যুগান্তর পত্রিকার জন্মদিন উদযাপন করা হয়।
এসময় যুগান্তর পত্রিকার উজ্জ্বল ভবিষ্যতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, মোংলা পৌর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভুমি) মো: হাবিবুর রহমান, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা ভাইস- চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, মোংলা থানা স্বাস্থ্য কর্মকর্তা শাহিন হোসেন জুয়েল, জেলা পরিষদ এর সদস্য আবদুল জলিল শিকদার,মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মোংলা প্রতিনিধি এইচ এম দুলাল, মোংলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও দৈনিক জনকণ্ঠ এর মোংলা প্রতিনিধি আহসান হাবিব হাসান, মোংলা প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, এন টিভির ষ্টাফ রিপোর্টার আবু হোসাইন সুমন, সময় টিভির ষ্টাফ রিপোর্টার মাহমুদ হাসান, বিজয় টিভির মোংলা প্রতিনিধি নুর আলম শেখ, একুশে টিভির মোংলা প্রতিনিধি আবুল হাসান, ইনডিপেনডেন্ট টিভির মোংলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খান, দৈনিক সময়ের কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও মোংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মোংলা প্রেসক্লাবে ক্যাশিয়ার শফিকুল ইসলাম শান্ত, মোংলা প্রেসক্লাবের সহ-সভাপতি একরামুল হক, মোংলা প্রেসক্লাবের এক্সিকিউটিভ মেম্বার এম এম ফিরোজ, আর টিভির মোংলা প্রতিনিধি সোহাগ মোল্লা, একাত্তর টিভির মোংলা প্রতিনিধি এনামুল হক,আমার সংবাদ এর হাফিজুর রহমানসহ প্রেস ক্লাবের অন্য সদস্যরা। এর আগে প্রতিষ্ঠার ২৫ বছরে প্রেস ক্লাব থেকে একটি র্যালি বের করা হয়।