রুহিয়ায় ব্রয়লার বিষ্ফোরণে দগ্ধ ১
- আপডেট টাইম : ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৪ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হাস্কিং মিলের ব্রয়লার বিষ্ফোরণে দগ্ধ হয়ে চিহারু (৬০) নামে এক ব্যক্তি বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ১৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ৮ টায় রুহিয়া কর্ণফুলি হাস্কিং মিলে উক্ত ঘটনাটি ঘটে। জানাগেছে, চিহারু নামে ঐ ব্যক্তি কর্ণফুলি হাস্কিং মিলের ব্রয়লার মিস্ত্রির কাজ দীর্ঘদিন ধরে করে আসছিল। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন মিলের ব্রয়লারের চুলায় আগুন দিচ্ছিল চিহারু। হঠাৎ ব্রয়লারটি বিষ্ফোরণ ঘটলে মুহুতেই ঝলসে যায় চিহারু। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বর্তমানে চিহারু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শিরা জানান, কর্ণফুলি গ্রুপ অব ইন্ডা: ঐ হাস্কিং মিলটি পরিচালনা করেন রুহিয়ার শাহিরুল নামে এক ব্যক্তি, ঐ ব্রয়লারটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় ঘটনাটি ঘটে থাকতে পারে।