জামালপুরে মিষ্টি আলুর চাষ বাড়ছে, কৃষককূল স্বাবলম্বি
- আপডেট টাইম : ০৫:৫২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১১ ৫০০০.০ বার পাঠক
জামালপুর কৃষি নির্ভর এলাকা। এবার মৌসুমে ব্যপক পরিমানে মিষ্টি আলুর চাষ হয়েছে যা বিগত মৌসুমের তুলনায় দ্বিগুন। ফলন হয়েছে বাম্পার। জেলা কৃষি বিভাগ মিষ্টি আলু চাষে মাঠ পর্যায়ে ব্যাপক কাজ করেছে। যার জন্যে মিষ্টি আলুর চাষ বেড়েছে। দাম পাওয়ায় কৃষককূল আজ স্বাবলম্বি।
জানা যায়, সদর উপজেলাধীন বালুরচর, সাহেবেরচর ও কাজিয়ারচর মিষ্টি আলু চাষ সমৃদ্ধ এলাকা। এ এলাকা গুলোতে ব্যাপক মিষ্টি আলুর চাষ হয়। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে দেখা ও জানা গেছে কৃষি বিভাগ মিষ্টি আলু চাষ করার জন্য কৃষকদের ব্যপক সহায়তা করেছে। কথা হয় কৃষক কুদ্দুস (৬০) জামাল(৫২) এর সাথে তারা এ প্রতিবেদক বলেন, মিষ্টি আলু চাষের জন্য কৃষি বিভাগ উন্নত জাতের কোকি ১৪, বারি-৭, বারি-৯ ও বারি-১২, বীজ সরবারহ করেছে। পাশাপাশি সার ও বালাই নাশক ঔষুধ দেয়ার পরামর্শ দিয়েছে। এতে বাম্পার ফলন হয়েছে।
মিষ্টি আলুর চাষ সদর উপজেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে দিয়েছে। মেরুরচর, ঝগড়ারচর, দুধেরচর এলাকায় এবার মিষ্টি আলুর চাষ ব্যাপক হয়েছে। ফলন বাম্পার হওয়ায় কৃষক পর্যায়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।