ময়মনসিংহে দুই যুবক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ডিবি পুলিশের হাতে আটক

- আপডেট টাইম : ১১:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৪ ১৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন এর দিকনির্দেশনায়, এসআই(নিঃ) আলমগীর কবির,এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া দক্ষিণ পাড়া খালপাড় সাকিনস্থ জনৈক জাহাঙ্গীর সাহেব গংদের ৫.ম তলা বিল্ডিং এর সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে (১৭ ফেব্রুয়ারি ২০২৪) তারিখ ২০.০০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহিনুর রহমান (২৬), ২। মোঃ কাউছার (২৪), কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।