রাণীশংকৈলে দুই ইটভাটা বন্ধ সহ দুই লাখ টাকা জরিমানা
- আপডেট টাইম : ০৩:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৯ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাংবাড়ি মহেষপুর এলাকায় ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ঠাকুরগাঁও) শামছুজ্জামান আসিফ।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারায় জে এম কে ও ফোরস্টার ব্রিকসের মালিককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানোর দায়ে জরিমানার পাশাপাশি হাইকোর্টে অভিযুক্ত জে এম কে ভাটার একাংশ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ইটভাটায় পানি দিয়ে তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এবং কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অনুমোদন না পাওয়া পর্যন্ত ইট পুড়ানো বন্ধ রাখার নির্দেশ দেন। এসময় পুলিশ প্রশাসন,ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান মুঠোফোনে বলেন, হাইকোর্টের নিদর্শনায় এ অভিযান সম্পন্ন হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে ভাটা চালানোর দায়ে দুই ইট ভাটা মালিককে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।