কোস্টগার্ডের অভিযানে দেশীয় বন্দুক ও মোটরসাইকেলসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক
- আপডেট টাইম : ০৩:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১২ ৫০০০.০ বার পাঠক
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ আনুমানিক দুপুর ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার রূপসা থানাধীন রুপসা ব্রীজ সংলগ্ন জাবুসা চৌরাস্তায় অভিযান পরিচালনা করে একজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক থামার সংকেত প্রদান করা হয় এবং উক্ত মোটরসাইকেল আরোহী কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। অতঃপর কোস্ট গার্ডের আভিযানিক দল মোটরসাইকেলটিকে ধাওয়া করে রুপসা ব্রীজ সংলগ্ন জাবুসা চৌরাস্তায় উক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি ও মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেল এর পিছনে মাছ বহনকারী একটি বস্তায় অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ০১টি দেশীয় বন্দুক ও ০৫ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। এছাড়াও উক্ত ব্যক্তির নিকট হতে ০১টি বাটন মোবাইল ফোন, ০৭ টি সিম কার্ড, নগদ ২,২৬৫ টাকা এবং ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ আরিফুল ইসলাম পিয়াস (৩৪), খুলনা জেলার রুপসা থানাধীন পিঠাবো গ্রামের বাসিন্দা।জব্দকৃত অস্ত্র , তাজা গোলা ও আটককৃত অস্ত্র ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম পিয়াস (৩৪)কে রূপসা থানায় হস্থান্তর করা হয়।