জামালপুরে তুলা চাষ বাড়ছে, কৃষকের মুখে হাসি
- আপডেট টাইম : ০৫:৩০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৫ ৫০০০.০ বার পাঠক
জামালপুর ব্যাপক ভাবে তুলা চাষ হচ্ছে। এবার মৌসুমে তুলার বাম্পার ফলন হয়েছে। তুলার বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। তুলা উন্নয়ন বোর্ডের অক্লান্ত প্রায়ষ্টার কারনে তুলা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী মৌসুমে দ্বিগুন জমিতে তুলা চাষ হবে বলে আশা করা যাচ্ছে।
জানা যায়, সদর উপজেলাধীন বাঁশচড়া, শ্রীপুর, শাহবাজপুর, দিকপাইত, তুলা চাষ সর্মৃদ্ধ এলাকা। এ সব এলাকার কৃষকরা তুলা চাষ করে ব্যপক লাভবান হয়েছে। সরে জমিনে এই এলাকা গুলো ঘুরে দেখা ও জানা গেছে এলাকার কৃষকরা বিগত মৌসুমের তুলনায় এবার দ্বিগুন জমিতে তুলা চাষ করে বাম্পার ফলন পেয়েছে। কৃষক কাদের (৫০), জাফর (৪৫) জানান তুলা চাষ সম্পর্কে আমরা অবগত ছিলাম না। তুলা উন্নয়ন বোর্ড উচ্চ ফলন শীল বীজ ও সার কীটনাশক সহ নানা ধরনের পরামর্শ দেয়ার কারনে তুলা চাষ করি। যার কারনে এবার বাম্পার ফলন হয়েছে।
তুলা চাষ সদর উপজেলার মধ্যে সীমাবদ্ধ নয়। তুলা উন্নয়ন বোর্ড জেলার মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে দিয়েছে। তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে তুলা চাষের জন্য উচু জমি প্রয়োজন হয়। ভাটারা, সানাকুইর, চিনাডুলি ও বাট্রাজোড় এলাকা সহ আরো বেশ কয়েকটি এলাকা বেছে নিয়ে কৃষকদের কে তুলা চাষে সহায়তা করেছে। ফলে এবার মৌসুমে তুলার বাম্পার ফলন হয়েছে। ন্যায্য মূল্য পেলে আগামী মৌসুমে রেকর্ড সংখ্যক জমিতে তুলা চাষ হবে বলে ধারনা করা হচ্ছে।