আজমিরীগঞ্জে সাংবাদিক ও ইউপি সদস্যর বাড়িতে হামলা চালয় মাদক ব্যাবসায়ী গোপীকা সরকার ভৈরব
- আপডেট টাইম : ১১:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৩ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কৃষ্ণ তালুকদার ও দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার আজমিরীগঞ্জ প্রতিনিধি রামকৃষ্ণ তালুকদার এর বাড়িতে ৯ই ফেব্রুয়ারি রোজ রাত ৯ ঘটিকার সময় হামলা চালায় মাদক ব্যবসায়ী গোপীকা সরকার ভৈরব। স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। গোপীকা সরকার ভৈরব একজন মাদক ব্যবসায়ী।সে ক্ষমতার দাপটের সাথে মাদক ব্যাবসা চলিয়ে যায়। বাধা দিতে গেলেই বিভিন্ন রকমে ভয় দেখায় এমন কি হামলা চালায় তার ভয়ে এলাকায় কেউ মুখ ফুটে কথা বলে না। মাতাল অবস্থায় এসে এ হামলা এই চালায়, এ সময় উপজেলার বদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কৃষ্ণ তালুকদার ও দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার আজমিরীগঞ্জ প্রতিনিধি রামকৃষ্ণ তালুকদারের ঘরের দরজায় ভাংচুর করে। এবং আত্মরক্ষা করার জন্য তহারা আজমিরীগঞ্জ থানায় ফোন দিলে, থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহম্মদ পুলিশ ফোর্স পাঠান। আজমিরীগঞ্জ থানা পুলিশের এস আই ঘটনা স্থল রাতেই পরিদর্শন করেন। এবং আলোচনা করলে তিনি ঘটনা সত্য শিকার করে বলেন এস আই ভুপেন্দ্র বর্মন ও এস আই ইউসুফ সহ একদল পুলিশ অনেক খুঁজা খুজি করে পায় নি বাড়ি থেকে পালিয়ে গেছে।