ঢাকা খিলগাও এলাকায় অনুমোদন বিহীন পাঁচ তলা ভবন তৈরি মৃত্যু ঝুকিতে ভাড়াটিয়া ও এলাকাবাসী
- আপডেট টাইম : ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ৩৫৭ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
ঢাকা খিলগাও গোড়ান নুরবাগ জামে মসজিদ গলিতে অনুমোদন বিহীন পাঁচ তলা ভবন তৈরি করায়।মৃত্যু ঝুকিতে ভাড়াটিয়া ও এলাকার সাধারণ জনগন।জনগনের বক্তব্য অত্র অঞ্চলে এমনই বিল্ডিং অগনিত।অনুমোদন বিহীন ও ঝুঁকিপূর্ণ বিল্ডিং তৈরি করায় সাধারন জনগনের বক্তব্য নিরাপদ নয় আমজনতা।ঢাকা দক্ষিন সিটিকর্পেরেশন সরকার মন্জিল। বাড়ি নং (৫৪)বাড়ি মালিকের নাম মোফাজ্জল হোসেন সরকার।ওয়ার্ড নং (২)খিলগাও ঢাকা জেলা।বাড়ির মালিক মোফাজ্জল হোসেন একাধিক বাড়ির মালিক এমনই বাড়ি তার.?এমনই মালিকেরা বলেন।আমরা অনুমোদন পেপার্স সংগ্রহ করার জন্য আবেদন করেছি।এলাকার সচেতন মহলে বলেন আবেদন করলেই কি আবেদন মঞ্জুর হয়ে যায়।আবেদন করেই বিল্ডিং কমপ্লিট করায়।আইন শৃঙ্খলা ভঙ্গ করেছেন মোফাজ্জল হোসেন সরকার সহ অগনিত বাড়ির মালিকেরা।
উক্ত বিষয় নিয়ে তদন্ত পর্যবেক্ষণ করলে কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার সম্ভাবনা বললেন দৈনিক ভোরের ধ্বনি পত্রিকার সম্পাদক বোরহান হাওলাদার (জসিম) ।অনতিবিলম্বে তদন্ত পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
আগামী অনুসন্ধানে চোখ রাখুন