জামালপুর ডিমের বাজার সিন্ডিকেটের দখলে
- আপডেট টাইম : ০৬:৩৫:৫৬ পূর্বাহ্ণ, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০২৪
- / ১০৭ ৫০০০.০ বার পাঠক
সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে আড়তদার নামধারী ব্যবসায়ী চক্র। এ চক্র সিন্ডিকেট বানিয়ে জামালপুরে ডিমের বাজার নিয়ন্ত্রন করছে। হু হু করে বাড়ছে ডিমের বাজার। প্রায় প্রতিদিন একই অবস্থা। যার জন্যে সাধারন মানুষ চরম বিপাকে পড়েছে।
জানা যায়, সদর উপজেলাধীন নান্দিনা, নরুন্দী, পিয়ারপুর ও জেলা শহরে প্রায় শতাধিক ডিমের আড়ত রয়েছে। আড়তদাররা খামারীদের নিকট থেকে প্রায় প্রতিদিন ডিম সংগ্রহ করছে। বেশ কয়েকজন খামারীকে প্রশ্ন করা হলে তারা বলেন, ডিমের দাম বৃদ্ধির পেছনে আড়তদারদের হাত রয়েছে। তারা মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের সাথে বলে বাজার নিয়ন্ত্রণ করছে। যার জন্যে ডিমের বাজার উর্দ্ধমূখী। নাম প্রকাশে অনিচ্ছুক ষ্টেশন বাজারে একজন আড়তদার কে প্রশ্নকরা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন, ডিমের দাম বৃদ্ধির পেছনে আমাদের কোন হাত নেই। সরবারহ কম থাকায় ডিমের দাম বেড়েছে।
এ দিকে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ডিম নিয়ে তুলকালাম কান্ড ঘটছে। সরেজমিনে এ সব উপজেলাধীন হাট বাজার ঘুরে দেখা ও জানা গেছে বিভিন্ন বাজারে ভিন্ন ভিন্ন দরে ডিম বিক্রি হচ্ছে। কোন বাজারে দাম বেশি আবার কোন বাজারে দাম কম। ডিমের দুই রকম দাম হওয়ার পেছনে আড়তদারদের ভূমিকা রয়েছে বলে ক্রেতারা জানান। তারা বলেন সরকার উন্নয়ন কর্মকান্ডে ব্যস্ত। সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য ডিমের আড়তদাররা ভয়ংকর জাল ফেলেছে। এ জালে আটকা পড়েছে সাধারন মানুষ অথচ করার কিছু নেই।