জামালপুর চালের বাজার মধ্যস্বত্ব ভোগীদের দখলে
- আপডেট টাইম : ০৯:০০:৫৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
- / ৮৮ ৫০০০.০ বার পাঠক
জামালপুর জেলার ৭টি উপজেলায় চালের বাজার সম্পূর্ন ভাবে মধ্যস্বত্ব ভোগীদের দখলে। এদের কারনে চালের দাম নিয়ন্ত্রন করা যাচ্ছে না। হু—হু করে বাড়ছে। ফলে নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছে।
জানা যায় সদর উপজেলায় চালের বাজার কে ঘিরে মধ্যস্বত্ব ভোগীরা রাম রাজস্ব কায়েম করেছে। বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, একেক বাজারে ভিন্ন ভিন্ন মূল্যে চাল বিক্রি হচ্ছে। বিশেষ করে প্রশাসনিক নজরদারী থাকায় শহরের চেয়ে গ্রামের হাটবাজারে বেশি দরে চাল বিক্রি হচ্ছে। বেশি দরে চাল বিক্রি হওয়ার কারন অনুসন্ধান কালে জানা গেছে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য। নান্দিনা বাজারে চাল ব্যবসায়ী কাসেম (৪০) জানান, খুচরা বাজারে চালের দাম সবচেয়ে বেশি। আড়তদারদের নিকট থেকে চাল বেশি দামে কিনতে হচ্ছে। যার কারনে খুচরা মূল্য সবচেয়ে বেশি।
এ দিকে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় মধ্যস্বত্ব ভৌগীরা চালের বাজার নিয়ন্ত্রন করা জন্য শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রন করছে। এ সব ব্যবসায়ীদের লক্ষ্য হচ্ছে সরকারে ভাবমূর্তি বিনষ্ট করা। সরকারের ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয় স্থানীয় প্রশসনের উচিত এখনই ব্যবস্থা নেয়া। গ্রামঞ্চলের হাট বাজার গুলোতে নদের দারী বাড়ালে চালের মূল্য অনেকাংশে কমে যাবে। ফলে সাধারণ মানুষের মধ্যে সুস্থির ভাব ফিরে আসবে।