সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় ডিজিএফ আই, সেনা সদস্য ও RAB পরিচয়ে বেড়াচ্ছে কে এই রেজাউল
নিজস্ব প্রতিবেদক।।
- আপডেট টাইম : ০৮:৫৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ১২৭ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহের তারাকান্দায় দ্বিতীয় বিয়ে করে ডিজিএফ আই , সেনা সদস্য ও কখনও RAB পরিচয়ে বেড়াচ্ছে কে এই রেজাউল। রাজকীয় জীবন যাপন করে ময়মনসিংহ শহরের হামিদ উদ্দিন রোডে ভাড়াটিয়া ফ্ল্যাটে বসবাসকারী ওই ব্যাক্তি তারাকান্দা উপজেলা সদরের নতুন বাজার বনপাড়া এলাকায় দ্বিতীয় বিয়ে করে সপ্তাহে ২/৩ দিন ওই এলাকায় এশে নিজেকে কখনও ডিজিএফ আই, কখনও সেনা সদস্য, কখনও RAB পরিচযে আশপাশের ব্যবসায়ি সাথে কথাবার্তা বলে। স্থানীয় ব্যবসায়ীদের প্রশ্ন, তিনি কি কাজ করেন বা তার কি আয়ের উৎস। সরকারের গোয়েন্দা সংস্থা তলিযে দেখার জন্য সচেতন মহল দাবী জানিয়েছেন।
আরো খবর.......