ঘাটাইলের ধলাপাড়াতে পিকআপ – অটো সংঘর্ষে নিহত ২, আহত ১

- আপডেট টাইম : ০৫:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ১৮৮ ১৫০০০.০ বার পাঠক
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পিকআপ ও অটো সং-ঘর্ষে ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৩ টায় উপজেলার ধলাপাড়ার শহর গোপিনপুর চেচুয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এস.আই সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, অটো গাড়ির যাত্রী উপজেলার সরিষাআটা গ্রামের মোস্তফা(৪০) এবং দেওপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে অটোচালক আবু তালেব (৪৬)। আহত অপরজন হলেন সাগরদিঘী ইউনিয়নের জোরদিঘী গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের স্ত্রী সাহেদা বেগম (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জনায়, একটি যাত্রীবাহি অটো
উপজেলার ধলাপাড়া থেকে আষারিয়াচালা যাওয়ার সময় লেবুভর্তি একটি সাদা পিকআপ পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় অটোগাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে পাশে মেহগনি গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙ্গেচুরে যায়। এতে অটোগাড়ির ড্রাইভারসহ সকল যাত্রী আহত হলে স্থানীয়রা তাদেরকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় এক যাত্রী রাস্তায় মারা যায়। আরেকজন অটোচালক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় এক জন যাত্রীকে গুরতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এস.আই সেলিম হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।