কিশোর গ্যাং জামালপুরে ভয়াবহ, মাদকব্যবসা বাড়ছে
- আপডেট টাইম : ০৮:১৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ১৩৩ ৫০০০.০ বার পাঠক
কিশোর গ্যাং সারা দেশের ন্যায় জামালপুরে ব্যাপক ভাবে বেড়ে গেছে। শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত ভয়াবহ রূপধারণ করেছে। কিশোর গ্যাং এর মাধ্যমে চলছে মাদক ব্যবসা। মাদক ব্যবসা বৃদ্ধি পাওয়ায় জনমনে বিরূপ প্রভাব পড়েছে।
জানা যায় ইদানিং জামালপুর শহরে কিশোর গ্যাং এর উৎপাত ব্যাপক। শহরের প্রতিটি পাড়া মহল্লায় কিশোর গ্যাং এর জন্য চুরি ছিনতাই মারাত্মক আকার ধারণ করেছে। দিনে ও রাতে চলাফেরা করা দুরুহ হয়ে পড়েছে। শহরের কাচারীপাড়া, মুসলিমাবাদ, বাগেরহাটা, বেলটিয়া, শাহাপুর সহ আরো বেশ কয়েকটি এলাকায় কিশোর গ্যাং বিভিন্ন নামে পরিচিত। খোঁজ নিয়ে দেখা গেছে এ সব কিশোর গ্যাং বিভিন্ন নামে পরিচিত। এ সব কিশোর গ্যাং একজন বস থাকে। সেই বসের নির্দেশে এরা চাঁদাবাজি করে থাকে। চাঁদা না দিলে হামলা ভাংচুর করে। এদের কারণে ব্যবসায়ীরাও ব্যবসা করতে পারছে না।
এদিকে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় আরো ভয়াবহ অবস্থা শুরু হয়েছে। কিশোর গ্যাং প্রতিরোধ স্থানীয় পুলিশ প্রশাসন সজাগ থাকলেও এদের চোখের সামনে কিশোর গ্যাং অবস্থান করছে। কিশোর গ্যাং প্রতিরোধ ব্যবস্থা না নিলে যে কোন মুহুর্তে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে।