ঠাকুরগাঁওয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ১৩ জন গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৫:৩৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ৩২৯ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শুক্রবার ভোর রাতে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদ হোসেন ওরফে জেসি শহরের কলেজপাড়া এলাকার নুরুল মমিনের ছেলে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মোটরসাইকেল চোর, অটো রিক্সা চোর, নারী নির্যাতন, মারপিটসহ বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্তরা।
ওসি তানভিরুল ইসলাম বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদ হোসেন ও অন্য আর ১২জন আসামী বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট বের হয়। এরপর থেকেই তারা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদ হোসেনসহ মোটরসাইকেল চোর, অটো রিক্সা চোর, নারী নির্যাতন, মারপিট মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।