বিরামপুরে ৩নং খানপুর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত
- আপডেট টাইম : ০২:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ৩১৬ ৫০০০.০ বার পাঠক
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি।।
“মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার, আপনার পুলিশ আপনার পাশে,তথ্যদিন সেবা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনগনের দোড় গোড়ায় পুলিশিং সেবা পৌছে দেয়ার লক্ষে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে দিনাজপুরের বিরামপুর ৩নং খাঁনপুর বিট পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) খানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিকেল ৪ টায় ৩নং খানপুর বিট পুলিশিং কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সমাবেশ কার্যক্রম আলোচনা সভা অনুষ্ঠানে সাব-ইন্সপেক্টর এরশাদ মিয়ার সঞ্চলনায় এবং অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী, ৩নং খানপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি অধীর চন্দ্র ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মাস্টার, রতনপুর উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মন্ডল ও সহকারী শিক্ষক রকিবুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মন্ডল,তদন্ত্র (ওসি) মতিয়ার রহমান, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম,১,২ ৩,নং ওয়ার্ডের ইউপি মহিলা সদস্য শেফালী বেগম, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হাকীম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- ধর্ষন,বাল্য বিবাহ, ইভটিজিং,সন্ত্রাস দমন ও মাদকের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন-ইউপি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, সদস্যগণ, সুধীজন, ইমাম, মোয়াজ্জিম, সুধীজন,শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, পুলিশ সদস্যগণ, সাংবাদিক প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতা করেন ৩নং খানপুর বিট পুলিশিং এর দায়িত্বে থাকা অফিসার এসআই আব্দুর রকিব