মোংলায় ট্যুরিস্ট স্পটের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- আপডেট টাইম : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ১৪০ ৫০০০.০ বার পাঠক
মোংলায় ট্যুরিস্ট পুলিশের আয়োজনে ট্যুরিস্ট স্পটের স্টেকহোল্ডারদের সাথে শনিবার সকাল সাড়ে ১০ টায় মোংলা পশুর হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশ সুপার মো: আনছার উদ্দিন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মো: মুশফিকুর রহমান তুষার, মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম, মোংলা ট্যুরিস্ট পুলিশ সুন্দরবন জোন ইনচার্জ মো: আনিছুর রহমান, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, মোংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি আহসান হাবিব হাসান, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: হাসান গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন, পাটনিজীবী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মিজান, সোহাগসহ বিভিন্ন বোট মালিক, মাঝি মাল্লা,পর্যটন হোটেল মালিকরা। এ সময় বক্তারা বলেন, পর্যটকদের সাথে ভালো ব্যবহার, পর্যটক বৃদ্ধি করাসহ তাদের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখতে হবে।