স্ট্যান্ডে চাঁদা বন্ধের নির্দেশ ওসির
- আপডেট টাইম : ০৩:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / ১১১ ৫০০০.০ বার পাঠক
অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা (জিপি) তোলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান।
শনিবার দুপুরে নির্দেশনা অবগত করতে উপজেলার বওলা বাজারে সিএনজি অটোরিকশা থ্রিহুইলার সমিতির শ্রমিক, মালিক স্থানীয় নেতাকর্মী এবং গণমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এবং এই সময় তিনি চাঁদা বন্ধে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জানা গেছে,উপজেলার প্রায় ১৫/২০ টি স্ট্যান্ডে বিগত ৭/৮ বছর ধরে বিভিন্ন জনের নাম ভাঙিয়ে ইজারার নামে ১০/২০ টাকা করে চাঁদা আদায় করতো।
স্থানীয়দের অভিযোগ ছিল,স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহনের চালকরা অন্যদিকে চাঁদার কারণে বেড়ে যায় ভাড়াও।তাই যাত্রী ও চালক উভয়েই ছিলেন বিপাকে।
স্থানীয় চালকদের সাথে কথা বললে তারা কালবেলা কে জানান দৈনিক,ও মাসিক বিভিন্ন হারে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করত।বিচার দেওয়ার জায়গাও ছিল না।এখন ভালো লাগছে।আজ থেকে কোনো জিপি নেওয়া হবে না।
থানা পুলিশ বা রাজনৈতিক ভাবে যেভাবেই নেওয়া হোক চাঁদা বন্ধের জনকল্যাণমূলক এমন উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন চালক ও সাধারণ যাত্রীরা।