মোংলায় সংখ্যালঘুদের জমি ও মৎস্যঘের অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট টাইম : ০১:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / ১৫৪ ৫০০০.০ বার পাঠক
সংখ্যালঘুদের নিজ মালিকানা জমি ও মৎস্যঘের অবৈধ জবর দখলের প্রতিবাদে মোংলা প্রেসসক্লাবে শনিবার দুপুর সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলন করেন মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাতগরিয়া গ্রামে বসবাসকারী মৃত বিধান চন্দ্র মৃধার ছেলে উজ্জল মজুমদার(মৃধা)। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৪.১৩ একর সম্পত্তি মো: ওমর আলী শেখের ছেলে মো: কালাম শেখের অনুকূলে ধান ও মৎস্য চাষ করার জন্য লিজ প্রদান করেন। কিন্তু কালাম শেখ চুক্তি অনুযায়ী মৎস্য ও ধান চাষ করেন। ইতিমধ্যে ২৫-১২-২০১৯ইং তারিখ উজ্জ্বল মজুমদারের পিতা বিধান চন্দ্র মৃধা মৃত্যুবরণ করলে তার ওয়ারিশগণ চুক্তির প্রতি সম্মান রেখে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত জমি কালাম শেখের অনুকূলে রাখেন। কিন্তু ২০২১ সালে তারা ঘেরে গেলে মারধর করিয়া ঘের থেকে তাড়িয়ে দেয় এবং স্থানীয় চেয়ারম্যান ও সালিশ গনের সামনে তার চুক্তিপত্র দেখালে তা ভুয়া চুক্তিপত্র হিসেবে প্রমাণিত হলেও ২০২১ সালেও ঘেরটি কালাম শেখ ভোগ দখল করেন। ২০২২ সালে মোংলা থানা পুলিশ উভয়ের কাগজপত্র দেখেন। সেখানেও কালাম শেখের চুক্তিপত্রটি আবারো ভুয়া বানোয়াট বলে প্রমাণিত হলে মোংলা থানা পুলিশ শান্তিপূর্ণভাবে উজ্জল মজুমদারদের ঘেরটি করার অনুমতি প্রদান করেন। ২০২২ ও ২০২৩ সালে তাদের ঘের শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছিল কিন্তু দুঃখজনক ২০২৪ সালে পূর্ণরায় ২০২১ সালের ভুয়া চুক্তিপত্র দিয়ে পূর্ণরায় তাদের ঘের জবরদখলের চেষ্টা করিতেছে এবং তাদের খুন, গুম,জখমসহ বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিবে বলে হুমকি ধামকি দিচ্ছেন। তিনি আরো বলেন, কালাম শেখ এবং তার সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে তারা ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি করেন। এ সময় সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।