বিরামপুরে ভদ্রবেশী মাদক ব্যবসায়ি শহিদুল ইসলাম ২৩ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার
- আপডেট টাইম : ০৯:২৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ৩১৫ ৫০০০.০ বার পাঠক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভদ্রবেশী বিশিষ্ট মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম নামের যুবক ২৩ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার হয়েছে বলে জানা যায়। জানা যায়,১১ই (মার্চ) বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধুপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম কে তার নিজ বসত বাড়ি থেকে ২৩ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। আরও জানা যায় যে,গ্রেফতার কৃত শহীদুল ইসলাম ভদ্রলোক সেজে সমাজে চলাফেরা করে থাকেন। শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে সূ-কৌশলে সমাজে ভালো লোক সেজে প্রশাসনসহ জনগণের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকার ও দিবালোকে গোপনে ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল নিজ বাড়িতে রেখে খুচরা ও পাইকারি বিক্রয় করে থাকেন। বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়িতে ভারতীয় ২৩ বোতল ফেন্সিডিলসহ আটক করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। এলাকার জনসাধারণ তাকে প্রকৃত একজন মাদকদ্রব্য ব্যবসায়ি হিসাবে জানতে পারেন। এ বিষয়ে এলাকার জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন,আমরা কখনো এমন কল্পনা করতে পারি নাই যে শহীদুল ইসলাম ভদ্রলোকের বেশে এমন কাজ করেন। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্হা নেওয়ার জোর দাবি জানান।।