তীব্র শীতে জামালপুরে বীজতলা নষ্টের আশংকা
- আপডেট টাইম : ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- / ১২৩ ৫০০০.০ বার পাঠক
পৌষের শেষে এসে তীব্র শীত ও ঘন কুয়াশায় জামালপুর জেলার ৭টি উপজেলায় বোরো বীজ তলা নষ্টের আশংকা দেখা দিয়েছে। বীজ তলা নষ্ট হলে কৃষককূল চরম বিপাকে পড়বে। ফলে চলতি বোরো আবাদ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে সদর উপজেলার নান্দিনা, নরুন্দী পিয়ারপুর, ইটাইল, ঘোড়াধাপ লক্ষীরচর রায়েরচর টেবিরচর তুলশীরচর কাজিয়ারচর সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে বীজতলার করুন দৃশ্য। ঘন কুয়াশার কারনে প্রায় সব বীজ তলা লালচে হলুদ হয়ে গেছে। লালচে ধারন করায় ধীরে ধীরে পাতা মরে যাচ্ছে। জেলা কৃষি বিভাগের পরমর্শে কৃষকরা বীজতলা রক্ষায় সেচ দিচ্ছেন এবং সকালে সে পানি সরিয়ে ফেলছেন। এতেও বীজতলা রক্ষা করা যাচ্ছে না।
এদিকে মেলান্দহ মাদারগঞ্জ ইসলামপুর দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় একই অবস্থা বিরাজ করছে। এ সব উপজেলাধীন ডাংধরা, পাররামপুর, বগারচর, বাট্রাজোড়, চিনাডুলি এলাকায় বোরো বীজতলা একেবারেই নষ্ট হয়ে গেছে। আবার কিছু কিছু এলাকায় বীজতলা মোটামোটি ঠিক রয়েছে। কৃষক ফজলু (৪০) এ প্রতিবেদক কে জানান, ঘন কুয়াশার কারনে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এবার চারা সংকট দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষকরা ধারনা করছেন।