চর লরেন্স হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিচ্ছন্নতা কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে
- আপডেট টাইম : ০৭:৩৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- / ১৬৫ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুর কমলনগর চল লরেন্স হাই স্কুলের প্রধান শিক্ষক দোলন মাস্টারের বিরুদ্ধে পরিচ্ছন্নতা কর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে,পরিছন্নতা কর্মী মিনহাজ বলেন গত(৩)বছর যাবত সততার সাথে পরিছন্নতার কাজ করে যাচ্ছেন গত এক বছর যাবত নাইট প্রহরী না থাকার কারণে প্রধান শিক্ষক দোলন মাস্টারের অনুরোধে গত এক বছর যাবত নাইট প্রহরীর কাজ করে যাচ্ছি গত ১৪ জানুয়ারি দিবাগত রাতে আমি আমার প্রধান শিক্ষক দোলন মাস্টারকে নাইট প্রহরী কাজ করবো না বললে তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে এলো পাতারি চোর থাপ্পড় মারা শুরু করেন এবং কি স্কুলের গেট বন্ধ করে ক্লাস রুমে নিয়ে এলো পাতারি পেটিয়েছে
খবর নিয়ে জানা যায় উনার বদ মেজাজের কারণে আর(২) বার ছাত্র-ছাত্রী নির্যাতনের মামলায় জেল খেটেছেন এবং কি পরিছন্নতা কর্মীর কে এর আগেও বেশ কয়েকবার নির্যাতন করেছেন তাহার ফ্যামিলির কাজ সহ বিভিন্ন কাজের কথা বললে পরিছন্নতা কর্মী মিনহাজ না শুনলে তাহাকে বিভিন্ন ধরনের নির্যাতন করতেন
এই বিষয়ে পরিছন্নতা কর্মী মিনহাজ উপজেলা ইউনু মহাদয়ের কাছে একটি লিখিত দরখাস্ত দিয়েছেন, এবং উপজেলা ইউনু মহোদয় বলেন আমরা মিনহাজের দরখাস্ত পেয়েছি তদন্ত চলছে সত্যতা প্রমাণ হলে তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে