কুমিল্লা জেলা আইনজীবী সমিতির টি-টেন ক্রিকেট প্রিমিয়ারলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০১:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ১৮৮ ৫০০০.০ বার পাঠক
লেজিস লিগ্যাম জায়ান্টস্ কে হারিয়ে লিগ্যাল ওয়ারিয়র্স জয়ী
খেলবে কুমিল্লা বার, দেখবে সকল বার ও সারাবিশ্ব এই শ্লোগান সামনে রেখে ১৭ জানুয়ারী মঙ্গলবার বিকেলবেলা কুমিল্লা গোমতী নদীর পাড় শেখ কামাল ক্রীড়া পল্লীতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে সিডিবিএ টি-টেন ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৩-২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছানউল্লাহ খন্দকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলাপ্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান, কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, কুমিল্লা পুলিশসুপার মোঃ আব্দুল মান্নান বিপিএম (বার) ও কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট কাজী আবদুল কাইয়ুম মিন্টু এবং ভাষ্যকার ছিলেন এডভোকেট এম এ আদনান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ও জার্জ ইনচার্জ মোঃ ইমাম হাসান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক এবং সহকারী কমিশনার অতীশ সরকার।
এসময় উপস্থিত ছিলেন লিগ্যাল ওয়ারিয়র্স এর টিম ম্যানেজার ও সাবেক জেলা পিপি মোঃ এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম, সাবেক সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মমিন ফেরদৌস, সাবেক সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শহীদুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, কোষাধ্যক্ষ এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন, লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট সঞ্জয় সরকার, এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট সৈয়দ শাহিদুল আহসান টিপু, সাবেক রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, আইটি সম্পাদক এডভোকেট মোঃ শাহজাহান ভূঁইয়া, লেজিস লিগ্যাম জায়ান্টস্ টিম ম্যানেজার এডভোকেট মোঃ বদিউল আমল সুজন ও এডভোকেট তাপস চন্দ্র সরকার সহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পাঁচ শতাধিক আইনজীবী ও সহস্রাধিক দর্শক।
প্রধান অতিথি মোঃ হেলাল উদ্দিন বলেন, শতব্যস্ততার মাঝেও কুমিল্লার আইনজীবী একটি চমৎকার খেলা উপহার দিয়েছে দেখে আমি সত্যিই অভিভূত ও আনন্দিত। আমি আশাবাদী কুমিল্লা থেকে সকল বারে এ ক্রিকেট খেলাটি ছড়িয়ে যাবে। তিনি আরও বলেন- আমি আশা করছি আগামীতে কুমিল্লা বারের বিজ্ঞ আইনজীবীদের সাথে কুমিল্লা জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসি, কুমিল্লা জেলাপ্রশাসন ও পুলিশপ্রশাসন খেলবে ইনশাআল্লাহ।
ফাইনাল খেলায় লেজিস লিগ্যাম জায়ান্টস্ কে হারিয়ে লিগ্যাল ওয়ারিয়র্স জয়ী হয়েছেন। খেলায় ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয়েছেন এডভোকেট জামিল আহমেদ রাতুল এবং টূর্ণামেন্টের সর্বোচ্চ রান করেছেন এডভোকেট রানা মজুমদার।