প্রতারণা করে স্বামীর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মডেল গ্রেফতার
- আপডেট টাইম : ০৭:৪২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ২৯৪ ৫০০০.০ বার পাঠক
ক্রাইম রিপোর্টার।।
সৌদি প্রবাসী ব্যবসায়ী স্বামীর কাছ থেকে দেড় কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ।
তিনি বলেন, ‘ভুক্তভোগী ঐ সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে দেড় কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন স্বর্ণা। তার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।
পুলিশের উপকমিশনার হারুনুর রশিদ আরো বলেন, স্বর্ণার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ঐ সৗদি প্রবাসীর। এরপর বিয়ে হয় তাদের মধ্যে। সম্প্রতি সৌদি প্রবাসী দেশে ফিরে এসে দেখতে পান যে, রোমানার ঘরে ২৪ বছর বয়সের এক সন্তান রয়েছে। তার এর আগেও একাধিক বিয়ে হয়েছিল।