ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে এক নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন কতৃক মসজিদ পরিস্কার অভিযান ফুলবাড়ীতে ভুট্টা বোঝাই ট্রলির চালক নিজ গাড়িতে চাপা পড়ে নিহত বিবাহিত অছাত্র কিশোরগ্যাং এর লিডার রুবেল হোসেন জয়কে দিয়ে এবার ছাত্রলীগের নতুন কমিটি করা হলো কুষ্টিয়ায় পদ্মায় ডুবে যাওয়া নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ময়মনসিংহ সদর-উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক বিজয় করার লক্ষ্যে বিশাল নির্বাচনী আলোচনা জনসভা সাত সকালেই কাঁথির দইসাই বাসস্ট্যান্ডের সামনে ,ভয়াবহ দুর্ঘটনা অন্ধত্ব প্রতিরোধে শেখ ফরিদুল ইসলাম এর সহযোগীতায় রামপালে বিনামূল্যে চোখের চিকিৎসা

আজমিরীগঞ্জে চোরাই পথে আসা ভারতীয় চিনি ১৯০ বস্তা আটক

আজমিরীগঞ্জ পৌরসভাধীন চরবাজারে জনতার হাতে ট্রলিবোঝাই অনুমানিক সাড়ে ৯ লক্ষ টাকা মূল্যের ১৯০ বস্তা একই এলাকার ৩ টি গুদামের কয়েক হাজার বস্তা চোরাইপথে আসা ভারতীয় চিনি গতকাল রবিবার অলৌকিকভাবে গায়েব হয়ে গেছে। গত শনিবার রাত ৮ টায় ট্রলিভর্তি ১৯০ বস্তা চিনি ভারতীয় চিনি আটক করে জনতা। এ সময় আশপাশের প্রায় ২ শতাধিক উৎসুক জনতা জড়ো হয়েছিল।
জানা যায়,
বেশ কয়েকমাস পূর্বে সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর সহ বেশ’কটি উপজেলা থেকে চোরাইপথে আসা ভারতীয় চিনির বস্তা পরিবর্তন করে, অন্য বস্তায় ভর্তি করে ট্রলার বোঝাই করে অধিক মুনাফার লোভে আজমিরীগঞ্জে নিয়ে এসে বাজারজাত করছে একাধিক অসাধু ব্যবসায়ীচক্র।
গত শনিবার সন্ধ্যায় আবারও ট্রলার বোঝাই চোরাইপথে আসা ভারতীয় চিনি নিয়ে আসে ওই চক্রটি। লঞ্চঘাট থেকে ট্রলার থেকে চিনি ট্রলিভর্তি করে পৌরসভাধীন চরবাজারের রামকৃষ্ণ মিশন এলাকায় গুদামজাত করার জন্য নিয়ে আসে। রাত অনুমানিক ৮ টায় ওই এলাকার রামকৃষ্ণ মিশন এলাকায় পৌঁছলে উৎসুক জনতা চোরাইপথে আসা ট্রলিভর্তি ভারতীয় ১৯০ বস্তা চিনি আটক করে। এ সময় আশপাশের ২ শতাধিক উৎসুক জনতা জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে ছুঁটে আসে। আটককৃত ১৯০ বস্তা চিনির ব্যাপারে জড়িত ব্যবসায়ী, পুলিশ ও এলাকার লোকজন একটি বৈঠকে বসে। ১৯০ বস্তা চিনি এসআই প্রদীপ রায়ের জিম্মায় দেয়া হয়। গতকাল রবিবার চরবাজারের ৩ টি গুদামে হাজার হাজার চিনির বস্তা গায়েব হয়ে গেছে। এ ছাড়াও ১৯০ বস্তা চিনি কোথায় তা কারো জানা নেই বলে জানা নেই। এ ব্যাপারে থানার এসআই প্রদীপ রায় জানান, ৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্হলে ছুঁটে গিয়ে ট্রলিভর্তি ১৯০ বস্তা চিনি আটক করি। চিনির মালিক সুজিতরায় ও বিক্রম মোদকের বলে জানতে পারি। ট্রলিভর্তি চিনি রক্ষণাবেক্ষণের জন্য একজন পাহারাদার নিয়োগ করা হয়েছে। জড়িত ওই দুই ব্যবসায়ী জানায়, তাদের বৈধ কাগজপত্র রয়েছে। গতকাল রবিবার আমদানি করা চিনির কাগজপত্র থানায় নিয়ে আসার কথা থাকলেও তারা অদ্যাবধি আসেনি।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে এক নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার

আজমিরীগঞ্জে চোরাই পথে আসা ভারতীয় চিনি ১৯০ বস্তা আটক

আপডেট টাইম : ০৪:১৩:৫৯ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪

আজমিরীগঞ্জ পৌরসভাধীন চরবাজারে জনতার হাতে ট্রলিবোঝাই অনুমানিক সাড়ে ৯ লক্ষ টাকা মূল্যের ১৯০ বস্তা একই এলাকার ৩ টি গুদামের কয়েক হাজার বস্তা চোরাইপথে আসা ভারতীয় চিনি গতকাল রবিবার অলৌকিকভাবে গায়েব হয়ে গেছে। গত শনিবার রাত ৮ টায় ট্রলিভর্তি ১৯০ বস্তা চিনি ভারতীয় চিনি আটক করে জনতা। এ সময় আশপাশের প্রায় ২ শতাধিক উৎসুক জনতা জড়ো হয়েছিল।
জানা যায়,
বেশ কয়েকমাস পূর্বে সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর সহ বেশ’কটি উপজেলা থেকে চোরাইপথে আসা ভারতীয় চিনির বস্তা পরিবর্তন করে, অন্য বস্তায় ভর্তি করে ট্রলার বোঝাই করে অধিক মুনাফার লোভে আজমিরীগঞ্জে নিয়ে এসে বাজারজাত করছে একাধিক অসাধু ব্যবসায়ীচক্র।
গত শনিবার সন্ধ্যায় আবারও ট্রলার বোঝাই চোরাইপথে আসা ভারতীয় চিনি নিয়ে আসে ওই চক্রটি। লঞ্চঘাট থেকে ট্রলার থেকে চিনি ট্রলিভর্তি করে পৌরসভাধীন চরবাজারের রামকৃষ্ণ মিশন এলাকায় গুদামজাত করার জন্য নিয়ে আসে। রাত অনুমানিক ৮ টায় ওই এলাকার রামকৃষ্ণ মিশন এলাকায় পৌঁছলে উৎসুক জনতা চোরাইপথে আসা ট্রলিভর্তি ভারতীয় ১৯০ বস্তা চিনি আটক করে। এ সময় আশপাশের ২ শতাধিক উৎসুক জনতা জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে ছুঁটে আসে। আটককৃত ১৯০ বস্তা চিনির ব্যাপারে জড়িত ব্যবসায়ী, পুলিশ ও এলাকার লোকজন একটি বৈঠকে বসে। ১৯০ বস্তা চিনি এসআই প্রদীপ রায়ের জিম্মায় দেয়া হয়। গতকাল রবিবার চরবাজারের ৩ টি গুদামে হাজার হাজার চিনির বস্তা গায়েব হয়ে গেছে। এ ছাড়াও ১৯০ বস্তা চিনি কোথায় তা কারো জানা নেই বলে জানা নেই। এ ব্যাপারে থানার এসআই প্রদীপ রায় জানান, ৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্হলে ছুঁটে গিয়ে ট্রলিভর্তি ১৯০ বস্তা চিনি আটক করি। চিনির মালিক সুজিতরায় ও বিক্রম মোদকের বলে জানতে পারি। ট্রলিভর্তি চিনি রক্ষণাবেক্ষণের জন্য একজন পাহারাদার নিয়োগ করা হয়েছে। জড়িত ওই দুই ব্যবসায়ী জানায়, তাদের বৈধ কাগজপত্র রয়েছে। গতকাল রবিবার আমদানি করা চিনির কাগজপত্র থানায় নিয়ে আসার কথা থাকলেও তারা অদ্যাবধি আসেনি।