জকিগঞ্জের আমলশীদ মানবকল্যাণ সোসাইটির শীতবস্ত্র বিতরণ অুনুষ্ঠান সম্পন্ন
- আপডেট টাইম : ০১:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ১৩৭ ৫০০০.০ বার পাঠক
গত ১২-০১-২৪ইং শুক্রবার বিকাল ৩ ঘটিকায়
স্হানীয় আমলশীদ বাসট্যান্ডে স্হায়ী কমিটির সদস্য হিফজুর রসুল খান মাছুমের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল
মাও:সাদিকুর রহমান সিদ্দিকী এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অুনুষ্ঠান অুনুষ্ঠিত হয়।
এতে শুরুতে কোরআন তিলাওয়াত করেন সাবেক সেক্রেটারী মাও:জাকারিয়া আহমদ অনুস্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
জননেতা মাও:আব্দুস সবুর সাহেব ভাইস চেয়ারম্যান জকিগঞ্জ উপজেলা পরিষদ।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন মহসিন মর্তুজা চৌধুরী টিপু চেয়ারম্যান বারঠাকুরী ইউনিয়ন পরিষদ.এছাড়া বক্তব্য রাখেন মাওলানা কাজী ইমরান আহমদ
নিকাহ ও তালাক রেজিস্ট্রার ৮নং কসকনকপুর ইউনিয়ন, এছাড়া বক্তব্য রাখেন ডা:বিভাকর দেশমুখ্য
সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ৭ নং বারঠাকুরী ইউনিয়ন
বিশিষ্ট সাংবাদিক জনাব,এনামুল হক মুন্না জনাব,নুরুল ইসলাম মজনু ইউ/পি সদস্য আমলশীদ ওয়ার্ড,জনাব,আতাউর রহমান আতা সাবেক ইউ/পি সদস্য আমলশীদ ওয়ার্ড, জনাব,আব্দুল মতিন সাবেক ইউ/পি সদস্য আমলশীদ ওয়ার্ড, জনাব,শাহরিয়ার মাহমুদ অর্থ সম্পাদক অত্র সোসাইটি।
এতে সোসাইটি র উদ্যোগে অর্ধ শতাধিক অসহায় দরিদ্রদের মাজে শীতবস্ত্র প্রদান করা হয়।
এবং ২০২৪ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়
পরিষেশে সভাপতির বক্তব্যর মাধ্যমে সমাপ্তি হয়।