ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে কমেছে তাপমাত্রা, ভোরে লাগে শীত। ব্রাহ্মণবাড়িয়া ছেলের কবরের বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা বিশ্ব মুক্ত সাংবাদিক দিবস জামালপুরে আমের ফলন কমার আশংকা আজমিরীগঞ্জে জনৈক এক নারীকে ইভটিজিং, মোবাইল কোর্টের জেল ও জরিমানা ইবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন: মুরাদ কবির সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত কুরআনে যাদেরকে আল্লাহর ওলি বলা হয়েছে। দুধরচকী। পাকুন্দিয়া উপজেলার পাটুয়াবাঙ্গা দর্গাবাজারে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: মকবুল হোসেনের পথসভা ও গণসংযোগ

আজমিরীগঞ্জের হাওর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ

আজমিরীগঞ্জে ইজিবাইক চালক সামায়োন আহমেদ ময়না (১৬) নামে এক কিশোরের লাশ শিবপাশার হাওড় ফুনাতলা বন্দের খাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১১ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর প্রায় ২ ঘটিকার সময় উপজেলার শিবপাশা ইউনিয়নের শিবপাশা হাওড়ের ফুনাতলা বন্দের খাল থেকে সামায়োন আহমেদ ময়না নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামায়োন আহমেদ ময়না হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ২ নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাঁনপাড়া খালের পাড় গ্রামের বশির মিয়ার পুত্র।

ঘঠনা স্থলে সরেজমিনে গেলে পুলিশ ও স্থানীদের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাওড়ে গরু নিয়ে ঘাস খাওয়ানোর সময় এক রাখাল সামায়োন আহমেদ ময়নার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে সামায়োন আহমেদ ময়নার মরদেহ হাওড়ের খাল থেকে উদ্ধার করে। এ সময় পুলিশ নিহত ব্যাক্তির পকেটে থাকা মোবাইল থেকে তার পরিবারকে খবর দিলে সামায়োন আহমেদ ময়নার পিতা ও আত্মীয় স্বজনরা ঘঠনা স্থলে উপস্থিত হন।

সামায়োন আহমেদ ময়নার চাচাত ভাই হোসাইন আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে ৮ ঘটিকার সময় নিজের বাড়ি থেকে ইজিবাইক
নিয়ে বের হয়ে তার পিতাকে জমিতে কাজের জন্য নামিয়ে দিয়ে, যাত্রী পরিবহনের জন্য বের হয় ময়না। আজমিরীগঞ্জ থানার পুলিশ মোবাইলে ঘঠনাটি জানানোর পর ঘঠনাস্থলে তার পিতা বশির মিয়া সহ আমরা আত্নীয় স্বজন সহ সবাই এসে দেখি ময়নার মৃতদেহ, ধারনা করা হচ্ছে তাকে মেরে ইজিবাইক চিন্তাই কারি নিয়ে গেছে ।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক নেওয়ার জন্য সামায়োন আহমেদ ময়নাকে হত্যা করা হয়েছে৷ তবে এখনো নির্দিষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে কমেছে তাপমাত্রা, ভোরে লাগে শীত।

আজমিরীগঞ্জের হাওর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট টাইম : ০২:৫৫:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

আজমিরীগঞ্জে ইজিবাইক চালক সামায়োন আহমেদ ময়না (১৬) নামে এক কিশোরের লাশ শিবপাশার হাওড় ফুনাতলা বন্দের খাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১১ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর প্রায় ২ ঘটিকার সময় উপজেলার শিবপাশা ইউনিয়নের শিবপাশা হাওড়ের ফুনাতলা বন্দের খাল থেকে সামায়োন আহমেদ ময়না নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামায়োন আহমেদ ময়না হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ২ নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাঁনপাড়া খালের পাড় গ্রামের বশির মিয়ার পুত্র।

ঘঠনা স্থলে সরেজমিনে গেলে পুলিশ ও স্থানীদের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাওড়ে গরু নিয়ে ঘাস খাওয়ানোর সময় এক রাখাল সামায়োন আহমেদ ময়নার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে সামায়োন আহমেদ ময়নার মরদেহ হাওড়ের খাল থেকে উদ্ধার করে। এ সময় পুলিশ নিহত ব্যাক্তির পকেটে থাকা মোবাইল থেকে তার পরিবারকে খবর দিলে সামায়োন আহমেদ ময়নার পিতা ও আত্মীয় স্বজনরা ঘঠনা স্থলে উপস্থিত হন।

সামায়োন আহমেদ ময়নার চাচাত ভাই হোসাইন আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে ৮ ঘটিকার সময় নিজের বাড়ি থেকে ইজিবাইক
নিয়ে বের হয়ে তার পিতাকে জমিতে কাজের জন্য নামিয়ে দিয়ে, যাত্রী পরিবহনের জন্য বের হয় ময়না। আজমিরীগঞ্জ থানার পুলিশ মোবাইলে ঘঠনাটি জানানোর পর ঘঠনাস্থলে তার পিতা বশির মিয়া সহ আমরা আত্নীয় স্বজন সহ সবাই এসে দেখি ময়নার মৃতদেহ, ধারনা করা হচ্ছে তাকে মেরে ইজিবাইক চিন্তাই কারি নিয়ে গেছে ।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক নেওয়ার জন্য সামায়োন আহমেদ ময়নাকে হত্যা করা হয়েছে৷ তবে এখনো নির্দিষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।