অবৈধভাবে কাঠ পাচারকারী নাইট কোচ কদমরসুল এলাকা থেকে সেগুন ও গামার চিড়াই কাঠ সহ জব্দ
- আপডেট টাইম : ০৬:৩০:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ২৮৮ ৫০০০.০ বার পাঠক
বিভাগীয় প্রতিনিধি চট্টগ্রাম।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদার হাঁট ফরেস্ট চেক স্টেশনে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ বোঝাই একটি নাইট কোচ আটক করা হয়েছে ।
চট্টগ্রামে অদ্য ১১/০৩/২০২১ আনুমানিক ভোর ৪-০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মোজাম্মেল হক শাহ চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা, চট্রগ্রাম উত্তর বন বিভাগ এর নির্দেশে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে অভিযানে এই কাঠ আটক করা হয়।
শাহানশাহ নওশাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের টহল দল যাত্রীবিহীন খাজা নাইট কোচটিকে (ঢাকা মেট্রো ব-১১-১৯৭৩) আটক করে। পরে বাসের ভিতরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামার চিড়াই কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে যাত্রী বিহীন খাজা নাইট চেয়ার কোচ ঢাকা মেট্রো-ব-১১-১৯৭৩ অবৈধভাবে কাঠ পাচারকালে কদমরসুল এলাকা থেকে সেগুন ও গামার চিড়াই কাঠ সহ জব্দ করা হয়। অবৈধ সেগুন ও গামার চিড়াই কাঠ সহ নাইট কোচ টি ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয় এবং বন মামলা প্রক্রিয়াধীন।