ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::

উত্তরে হিমালয়ের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি জনপদের নাম ঠাকুরগাঁও জেলার রুহিয়া

এখানে দেশের অন্যান্য এলাকার তুলনায় শীতকালে তাপমাত্রা কম থাকায় শীতের প্রকোপ একটু বেশিই থাকে।এ বছরও তার ব্যতিক্রম নয়। গত সপ্তাহ থেকে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীত নিবারনের জন্য এখানকার মানুষ গরম কাপড়ের দোকানে ভীর জমাচ্ছে প্রতিনিয়ত। এর মধ্যে বেশির ভাগ নিম্ন মধ্যম আয়ের নারী শিশু বৃদ্ধ পুরুষ চোখে পড়ার মতো ভেলার হাটের এর হয়রত আলী রুহিয়ার আনারুল এসেছে রুহিয়ার ফুটপাতে গরম কাপড় কিনতে।কথা হয় তাদের সাথে। তারা সকলেই বলেন হামার৷ এলাকাত এবার জার পড়েছে বেশি।ওই তানে হামরা পুননা কাপড়ের দোকানত ছুইটার জাকেট টুপি মাফলাট কিনবা ওই ছি অথ্যার্ৎ আমাদের এলাকায় এবার ঠান্ডা বেশি তাই আমরা পুরাতন কাপড়ের দোকানে সোয়েটার জেকেট টুপিমাফলাট কিনতে এসেছি। রুহিয়ার বিভিন্ন ফুটপাতের বিক্রেতারা বলেন গত এক সপ্তাহ থেকে পুরাতন কাপড় বিশেষ করে সোয়েটার জেকেট টুপি মাফলাট ইত্যাদি বেশি বিক্রি হচ্ছে। রুহিয়ার বিভিন্ন এলাকাথেকে অনেকেই আসছে আমাদের দোকানগুলোতে এবং এবং তাদের পছন্দের জিনিস কিনে নিয়ে যাচ্ছে। এতে গরিব মানুষের অল্প টাকায় শীত নিবারন হওয়ার পাশাপাশি আমরাও লাভবান হচ্ছি।রুহিয়া ডিগ্রি কলেজের প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম বলেন রুহিয়ার অসহায় শীতার্ত মানুষের সাহায্য সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

উত্তরে হিমালয়ের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি জনপদের নাম ঠাকুরগাঁও জেলার রুহিয়া

আপডেট টাইম : ০৮:০১:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ৩ জানুয়ারি ২০২৪

এখানে দেশের অন্যান্য এলাকার তুলনায় শীতকালে তাপমাত্রা কম থাকায় শীতের প্রকোপ একটু বেশিই থাকে।এ বছরও তার ব্যতিক্রম নয়। গত সপ্তাহ থেকে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীত নিবারনের জন্য এখানকার মানুষ গরম কাপড়ের দোকানে ভীর জমাচ্ছে প্রতিনিয়ত। এর মধ্যে বেশির ভাগ নিম্ন মধ্যম আয়ের নারী শিশু বৃদ্ধ পুরুষ চোখে পড়ার মতো ভেলার হাটের এর হয়রত আলী রুহিয়ার আনারুল এসেছে রুহিয়ার ফুটপাতে গরম কাপড় কিনতে।কথা হয় তাদের সাথে। তারা সকলেই বলেন হামার৷ এলাকাত এবার জার পড়েছে বেশি।ওই তানে হামরা পুননা কাপড়ের দোকানত ছুইটার জাকেট টুপি মাফলাট কিনবা ওই ছি অথ্যার্ৎ আমাদের এলাকায় এবার ঠান্ডা বেশি তাই আমরা পুরাতন কাপড়ের দোকানে সোয়েটার জেকেট টুপিমাফলাট কিনতে এসেছি। রুহিয়ার বিভিন্ন ফুটপাতের বিক্রেতারা বলেন গত এক সপ্তাহ থেকে পুরাতন কাপড় বিশেষ করে সোয়েটার জেকেট টুপি মাফলাট ইত্যাদি বেশি বিক্রি হচ্ছে। রুহিয়ার বিভিন্ন এলাকাথেকে অনেকেই আসছে আমাদের দোকানগুলোতে এবং এবং তাদের পছন্দের জিনিস কিনে নিয়ে যাচ্ছে। এতে গরিব মানুষের অল্প টাকায় শীত নিবারন হওয়ার পাশাপাশি আমরাও লাভবান হচ্ছি।রুহিয়া ডিগ্রি কলেজের প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম বলেন রুহিয়ার অসহায় শীতার্ত মানুষের সাহায্য সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি।