রোমাঞ্চকর টানেল ভ্রমণের আবেগ অনুভূতি আনন্দ নিয়ে শেখ হাসিনার নৌকায় ভোট দিন এম আবদুল লতিফ

- আপডেট টাইম : ০৬:১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১২০ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রাম ১১ আসনের দক্ষিণ পতেঙ্গা ৪১ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী টানা তিনবারের নির্বাচিত তুমুল জনপ্রিয় সাংসদ জননেতা এম আবদুল লতিফ এর নির্বাচনী গণসংযোগ শুরুতে বিশাল জমায়েতে উপস্থিত সকলের বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম টানেল প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন মেধায় ও প্রজ্ঞায় নির্মাণ করেন এবং তা চট্টগ্রামের আমার আসনে আপনাদের ওয়ার্ডে। সারাদেশের মানুষ আবেগ নিয়ে ছুটে আসে এই অদ্ভূতপূর্ব সৌন্দর্য দেখতে। আপনারাও টানেল ভ্রমণের আনন্দ আবেগ অনুভূতি সাথে নিয়ে তজ্ঞচিত্তে নৌকায় ভোট দিন। তিনি বলেন, শহরকে বড় করতে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন বানাতে কর্ণফুলীর দুইপারের সংযোগ করতে নদীর নিচে টানেল করছেন। নদীর পূর্বপারে অর্থনৈতিক জোন হিসেবে কোরিয়ান ইপিজেড গড়ে তুলেছেন। টানেলের কারণে যাতায়াত ও পণ্যপরিবহনের কম খরচের কারণে বিদেশি বিনিয়োগ বাড়বে। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, রাষ্ট্র নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দেশে বিদেশে যারাই ষড়যন্ত্র করেছে তারা কেউ সফল হয়নি। অসংখ্য বাঁধা বিপত্তি পায়ে মাড়িয়ে পদ্মাসেতু, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, টানেলের মতো মেগা প্রজেক্ট সাফল্যের সাথে সমাপ্ত করছেন। তাই নেত্রীর মতো আমিও টানেলের গানটি গাইতে চাই বলে তিনি বলেন, “ফডর ফড়র গইত্য যারা বেগগুনে ফড়ত গেইয়ে” উপস্থিত হাজার হাজার জনতার বিশাল জমায়েত আনন্দে উদ্বেলিত হয়ে নৌকা- নৌকা স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তুলে। গণসংযোগটি ১৪ নং ঘাট এলাকা থেকে শুরু করে এয়ারপোর্ট, নিজাম মার্কেট, দক্ষিণ পাড়া, ফুলছড়ি পাড়া, নাজির পাড়া, ডেইল পাড়া, চড়িহালদা, চৌধুরী পাড়া হয়ে মাইজ পাড়া গিয়ে শেষ হয়। গণসংযোগে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ এবং স্বাধীনতা নারী শক্তি’র নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।